ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লক্ষ্মীপুরে দলীর খাল পুনর্খনন শুরু ॥ আশা জেগেছে কৃষকের

প্রকাশিত: ০৫:২৭, ৬ ফেব্রুয়ারি ২০১৬

লক্ষ্মীপুরে দলীর খাল পুনর্খনন শুরু ॥ আশা জেগেছে কৃষকের

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৫ ফেব্রুয়ারি ॥ দীর্ঘদিনের দাবির পর লক্ষ্মীপুরের কমলনগরের চরকাদিরা ইউনিয়নে চরবসু দলীর খাল পুনর্খনন কাজ শুরু হয়েছে। কৃষি মন্ত্রণালয় অর্থায়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন পূর্বাঞ্চলীয় সমন্বিত সেচ ২য় প্রকল্পের আওতায় খাল খনন কাজ প্রাথমিকভাবে এগার লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন করছে। কমলনগর লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল্লা আল মামুন বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে খাল খনন কাজের ফলক উন্মেচন ও ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর মাধ্যমে চরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হচ্ছে। এ উপলক্ষে চরবসু বাজারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আশ্রাফউদ্দিন রাজন রাজুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রামগতি উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল ওয়াহেদ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা, কমলনগর উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ফারুক ভূঁইয়া, বিএডিসি’র সহকারী প্রকৌশলী মাহবুব করিম, উপসহকারী কৃষিকর্মকর্তাগন, স্থানীয় আওয়ামী লীগ সভাপতি মওলানা নুরুল ইসলামসহ বিপুলসংখ্যক কৃষক কৃষানী। প্রায় ১২ কি.মি. দীর্ঘ খালটি খনন হলে চরবাসীর ১৬শ’ হেক্টর জমির ফসল জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে। এর মধ্যে সাড়ে ৫ কি.মিটার খালের মধ্যে প্রাথমিকভাবে এগার লাখ টাকা ব্যয়ে দুই কিমি. খাল খনন কাজ শুরু হচ্ছে। পর্যায়ক্রমে বরাদ্দ সাপেক্ষে পুরো খাল পুনর্খনন করা হবে বলে বক্তারা জানান।
×