ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুরুষ ভলিবলে জয়, মহিলা ফুটবলে হার দিয়ে শুরু বাংলাদেশের

প্রকাশিত: ০৫:০৮, ৬ ফেব্রুয়ারি ২০১৬

পুরুষ ভলিবলে জয়, মহিলা ফুটবলে হার দিয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার থেকে শুরু হয়েছে ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক গেমস’ খ্যাত এই অঞ্চলের সবচেয়ে বড় ক্রীড়া আসর ‘সাউথ এশিয়ান গেমস’ (এসএ গেমস)। ভারতের গুয়াহাটিতে বর্ণাঢ্য এই আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসরের প্রথম দিন মিশ্র সাফল্য দিয়ে শুরু করেছে বাংলাদেশ। পুরুষ ভলিবলে তারা জিতলেও হেরে গেছে মহিলা ফুটবল দল। গুয়াহাটিতে জয় দিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ পুরুষ ভলিবল দল। আফগানিস্তানকে প্রথম খেলায় তারা হারায় ৩-২ সেটে। ২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসের একাদশ আসরে ভলিবলে ষষ্ঠ স্থান অর্জন করেছিল স্বাগতিক বাংলাদেশ। এদিকে আশা জাগিয়েও মহিলা ফুটবল দলের শুরুটা হয়েছে তিক্ত পরাজয় দিয়ে। এসএ গেমস মহিলা ফুটবলে নিজেদের উদ্বোধনী খেলায় তারা নেপালের কাছে ০-৩ গোলে হেরে শুরুতেই হোঁচট খেয়েছে। গোলরক্ষক সাবিনা খাতুনের ‘শিশুসুলভ’ ভুল, রক্ষণভাগের অমার্জনীয় ব্যর্থতা এবং ফরোয়ার্ডদের উপর্যুপরি গোলপ্রচেষ্টা নষ্ট করার খেসারত বাংলাদেশ দিয়েছে হেরে। শুক্রবার শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলে নেপাল। ২ মিনিটেই বাংলাদেশের জালে বল পাঠায় তারা। গোল করেন দীপা অধিকারী (১-০)। ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক অনু লামা (২-০)। এই অর্ধে আর কোন গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে স্কোরলাইন ৩-০ করে বিজয়ীর বেশে মাঠ ছাড়ে নেপালের মেয়েরা। গোল করেন নিরু থাপা। প্রথম ম্যাচে হেরে হোঁচট খেলেও ফাইনালে ওঠার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি বাংলাদেশ মহিলা দলের জন্য। এজন্য তাদের বাকি ম্যাচগুলোর সবই জেতার কোন বিকল্প নেই। আগামী ৭ ফেব্রুয়ারি স্বাগতিক শক্তিশালী ভারতের বিপক্ষে (সন্ধ্যা সাড়ে ৭টা) দ্বিতীয় ম্যাচে অবতীর্ণ হবে বাংলাদেশের মেয়েরা। ২০১০ এসএ গেমস ফুটবলে এই নেপালের কাছেই ০-১ গোলে হেরেছিল বাংলাদেশ। শুক্রবারের ম্যাচে জিতলে ছয় বছর আগে হারের প্রতিশোধটা কড়ায়-গ-ায় নিতে পারত বাংলাদেশ মহিলা দল। কিন্তু আফসোস, তা আর হলো কই! এখন দেখার বিষয়, পরবর্তী ম্যাচগুলোতে কেমন খেলে বাংলাদেশের মেয়েরা। গেমসের আজ দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে সাইক্লিং, মহিলা ফুটবল, খো খো, স্কোয়াশ, সাঁতার, ভলিবল, ভারোত্তোলন, কুস্তি, আরচারি, ব্যাডমিন্টন এবং টেবিল টেনিস।
×