ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মির্জা তোফাজ্জল হোসেন মুকুল গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ০৪:৫৬, ৬ ফেব্রুয়ারি ২০১৬

মির্জা তোফাজ্জল হোসেন মুকুল গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মির্জা তোফাজ্জল হোসেন মুকুল গুরুতর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি রয়েছেন। প্রবীণ এই রাজনীতিকের কোমরের হাড় ভেঙ্গে গেছে। হৃদরোগ ও শ্বাসকষ্টও রয়েছে তার। রাজনৈতিক জীবনে তিনি ’৫২ ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং প্রবাসী মুজিব নগর সরকারের অন্যতম সংগঠক ছিলেন। দেশ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর ’৭২ সালে সংবিধান প্রণেতা কমিটির সদস্য ছিলেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তোফাজ্জল হোসেন মুকুল দীর্ঘ ৪০ বছর টাঙ্গাইল জেলা আওয়ামী লাগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। তৎকালীন পাকিস্তানে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে তিনি পূর্ব পাকিস্তানের সংসদ সদস্য নির্বাচিত হন। আইনজীবী হিসেবে জিপি ও টাঙ্গাইল বারের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং অন্যায়ের কাছে কখনও মাথা নত করেননি। ফরিদপুর-১ (মধুখালি, আলফাডাঙ্গা ও বোয়ালমারি) আসনের দুই দফায় নির্বাচিত সংসদ সদস্য আব্দুর রহমান তার বড় জামাতা।
×