ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আর কে ধাওয়ানের সঙ্গে নৌবাহিনী প্রধানের সাক্ষাত

প্রকাশিত: ০৪:৫৬, ৬ ফেব্রুয়ারি ২০১৬

আর কে ধাওয়ানের  সঙ্গে নৌবাহিনী  প্রধানের সাক্ষাত

ভারত সফররত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিসি, পিএসসি শুক্রবার ভারতের বিশাখাপত্তমে ভারতীয় নৌবাহিনী প্রধান এডমিরাল আর কে ধাওয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতকালে তিনি ভারতীয় নৌপ্রধানের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন এবং পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় অন্যান্যের মধ্যে দুই দেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে নৌবাহিনী প্রধানগণ বন্ধুপ্রতিম প্রতিবেশী দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্কের কথা উল্লেখ করেন এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি বিদ্যমান এই সম্পর্ককে আরও উচ্চমাত্রায় নেয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি উভয় দেশের নৌপ্রধান আঞ্চলিক নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া নৌসদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে দুই দেশের মধ্যকার বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, জাহাজ নির্মাণ, যৌথ উদ্যোগে বঙ্গোপসাগরে টহল প্রদান, উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং সমুদ্র সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।-আইএসপিআর
×