ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক রুগ্ন রাজনীতির চর্চা : ড. কামাল

প্রকাশিত: ০২:৩৭, ৫ ফেব্রুয়ারি ২০১৬

শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক রুগ্ন রাজনীতির চর্চা : ড. কামাল

অনলাইন ডেস্ক ॥ মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করে যারা জাতিকে দ্বিধা-বিভক্ত করার চেষ্টা করছে, তারা রুগ্ন রাজনীতির চর্চা করছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। আজ শুক্রবার রাজধানীর আরামবাগে দলীয় কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যেটা আমরা ১৬ই ডিসেম্বর অর্জন করেছি, যেটা আমাদের সংবিধানে লিপিবদ্ধ আছে, সেটা নিয়ে কি বিতর্কেও কোনো অবকাশ আছে? এটা রুগ্ন রাজনীতি। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি বলেন, বাংলাদেশে যদি কেউ রাজনীতি করে তবে সংবিধানকে অমান্য করে তা করার অধিকার কারো নেই। যে যে-ই দল করুক না কেন, সংবিধান সবাইকে মানতে হবে। সভায় অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, আ ও ম শফিকউল্লাহ মোস্তাক আহমদ,সাইদুর রহমান, ফরিদা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
×