ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে সিরামিক কোম্পনীতে শ্রমিক অসন্তোষ ॥ ভাংচুর, উত্পাদন বন্ধ

প্রকাশিত: ০১:৩০, ৫ ফেব্রুয়ারি ২০১৬

হবিগঞ্জে সিরামিক কোম্পনীতে শ্রমিক অসন্তোষ ॥ ভাংচুর, উত্পাদন বন্ধ

নিজস্ব সংবাদদাতা,হবিগঞ্জ ॥ বেতন ভাতা বৃদ্ধির দাবীতে ছড়িয়ে পড়া শ্রমিক অসন্তোষ ও ব্যাপক ভাংচুরের কারনে হবিগঞ্জের উপজেলা মাধবপুরে অবিস্থিত টাইলস প্রতিষ্ঠান স্টার সিরামিকস কোম্পানীর উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। শ্রমিকরা জানায়, ওই কোম্পানীতে জনবল রয়েছে কর্মকর্তা ও শ্রমিক মিলিয়ে অন্তত ৫ শতাধিক। গত ২ ফেব্রুয়ারী সংশ্লিষ্ট কোম্পানী কর্তৃপক্ষ চলতি বছরের ইনক্রিমেন্ট ঘোষনা করে। কিন্তু তা শ্রমিকদের প্রত্যাশার তুলনায় খুবই অপ্রতুল। এরই প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শ্রমিকরা কর্ম বিরতি শুরু করলে উৎপাদন বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, একই দিন মধ্য রাতে শ্রমিকরা সংশ্লিস্ট কোম্পানীর বিভিন্ন কক্ষে হামলা চালিয়ে কম্পিউটার ও মজুদকৃত টাইলস সহ নানাবিধ সামগ্রী ভাংচুর করে। এ ঘটনার পর শুক্রবার বিকেল পর্যন্ত কোম্পানীর উৎপাদন সহ সকল প্রকার কার্যক্রম বন্ধ রয়েছে। এ ব্যাপারে সংশ্লিস্ট কোম্পানীর ডেপুটি ম্যানেজার সেলিম আহমদ মিডিয়া কর্মীদেরকে জানিয়েছেন, শ্রমিকদের সাথে সমঝোতোর চেষ্টা চলছে। এদিকে কোন প্রকার বিশৃংখল পরিস্থিতি এড়াতে পুলিশ তীক্ষাœ দৃষ্টি রাখছে। # রফিকুল হাসান চৌধুরীতুহিন, হবিগঞ্জ থেকে। তাং-৫/২/২০১৬ ইং।
×