ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ০১:২৪, ৫ ফেব্রুয়ারি ২০১৬

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ সীমান্তে হত্যা ও চোরাচালান রোধের রক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রতœাই (পিলার ৩৮৭/২-এস) জিড়ো পয়েন্টে শুক্রবার বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে স্পট পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তুষার বিন ইউনুস এবং ভারতের বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১২১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট দিবাকর কুমার। বৈঠকে সাম্প্রতিক সময়ে সীমান্তে হত্যা ও চোরাচালান কমে আসায় উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডারগণ সন্তোষ প্রকাশ করেন এবং সীমান্তে শান্তিপূর্ণ সহঅবস্থান বজায় রাখার ব্যাপারে একমত পোষন করেন। এছাড়াও সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সকল প্রকার সীমান্ত অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বজায় রাখতে প্রচেষ্টা অব্যাহত রাখার ব্যাপারে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে সুষ্ঠু, সৌহার্দপূর্ণ ও আন্তরিক পরিবেশে পতাকা বৈঠক শেষ হয়।
×