ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তিন মাস পর খুলল লৌহজং উপজেলা বিএনপির কার্যালয়

প্রকাশিত: ২৩:৪৭, ৫ ফেব্রুয়ারি ২০১৬

তিন মাস পর খুলল লৌহজং উপজেলা বিএনপির কার্যালয়

স্টাফ রিপোর্টার,মুন্সীগঞ্জ ॥ বন্ধ থাকার তিন মাস পর শুক্রবার সকালে খোলা হয়েছে লৌহজং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয়টি। মুন্সীগঞ্জ জেলা বিএনপির সহ সাধারন সম্পাদক মো: শামীম হাবিব অভিযোগ করে বলেন, গত ৩ মাস আগে লৌহজং থানা পুলিশ কোন কারন ছাড়াই বন্ধ করে দেয় লৌহজং ঘোড়াদৌড় বাজারে অবস্থিত উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের কার্যালয়টি। এর পর গত ১৬ ডিসেম্বর স্বাধীনতা দিবসের রাতে একটু খোলা হলে পার্টি অফিসটি আবারও বন্ধ করে দেয়া হয়েছিল। শুক্রবার সকালে নেতা কর্মীরা এসে কার্যালয়টির তালা খুলে দিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা একে একে আসতে থাকে পার্টি অফিসে। পাশাপাশি পুলিশ ও অবস্থান নেয় বিএনপির কার্যালয়ের সামনে। এ সময় বিএনপির কার্যালয়ের ভিতরে অবস্থান নেন জেলা বিএনপির সহসাধারন সম্পাদক মো: শামীম হাবিব, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী মো: হাবিবুর রহমান চাকলাদার অপু, মো: শহিদুর রহমান, মো: আক্তার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো: মনির হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মো: সাজ্জাদ হোসেন শিপন প্রমুখ। বেলা ১টায় নেতা কর্মীরা পার্টি অফিস থেকে সবাই চলে যান। এ সময় পুলিশকে ও চলে যেতে দেখা যায়। এ বিষয়ে লৌহজং থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, লৌহজং উপজেলা বিএনপির কার্যালয় বন্ধের ব্যাপারে আমি কিছুই জানিনা। তারা এক সময় বন্ধ রাখে আবার নিজেরা খোলে এটা তাদের দলীয় দ্বন্দের বিষয়।
×