ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশকে সেমিফাইনালে তুললেন দুই ‘হাসান’

প্রকাশিত: ২৩:৪১, ৫ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশকে সেমিফাইনালে তুললেন দুই ‘হাসান’

অনলাইন ডেস্ক ॥ দুই হাসানের ওপর ভর করে অনুর্ধ-১৯ যুব বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে ওঠে গেল বাংলাদেশ। অবিচ্ছিন্ন জুটিতে জাকির হাসানের ৭৫ এবং অধিনায়ক মেহেদি হাসানের ৫৫ রানের কল্যাণে ১০ বল হাতে রেখে নেপালের ছুঁড়ে দেয়া ২১২ রানের লক্ষ্যে পৌঁছে যায় টাইগার যুবারা। ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠেয় কোয়ার্টার ফাইনালের জয়ী দলকে সেমিফাইনালে মোকাবেলা করবে বাংলাদেশ। শুক্রবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল নেপাল। শুরুটা ভাল না হলেও শেষটা খারাপ হল না নেপালের। দ্রুত রান তুলতে গিয়ে চারটে রান আউট না হলে আরও বেশি রানের লক্ষ্য রাখতে পারত বাংলাদেশের সামনে। যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সামনে ২১২ রানের লক্ষ্যমাত্রা রাখল নেপাল। নেপালের হয়ে সর্বোচ্চ ৭২ দলের অধিনায়ক রাজু রুজালের । বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান রানা ১, মোহাম্মদ সাইফুদ্দিন ২, মেহেদি হাসান মিরাজ ১ ও সালেহ আহমেদ শাওন ১ উইকেট পেয়েছে। বাংলাদেশ আগের প্রতিটি ম্যাচে যোগ্যতার পরিচয় দিয়ে খেলেছে।
×