ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেবাচিমের নিয়োগ বাণিজ্য তদন্ত করবে দুদক

প্রকাশিত: ২৩:২৪, ৫ ফেব্রুয়ারি ২০১৬

শেবাচিমের নিয়োগ বাণিজ্য তদন্ত করবে দুদক

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শেরে-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) জনবল নিয়োগের নামে মোটা অংকের টাকা ঘুষ বাণিজ্যের বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনকে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়োগ স্থগিত করার পর সরকারি আদেশের বিরুদ্ধে আন্দোলনের নামে যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করেছে তাদের পৃথক তালিকা হচ্ছে। তালিকায় আন্দোলনকারীদের পাশাপাশি তাদের ইন্ধনদাতা হিসাবে হাসপাতালের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের নামও তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। পরবর্তীতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি ইন্ধনদাতাদের চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে পৃথক শাস্তির আওতায় আনা হবে। সূত্রে আরও জানা গেছে, গত ডিসেম্বরের শুরুতে হাসপাতালে ২২৬জন কর্মচারী নিয়োগ করা হয়। কিন্তু তড়িঘড়ি এই নিয়োগ নিয়ে প্রায় ১ কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ ওঠে তৎকালীন পরিচালক ডাঃ নিজাম উদ্দিন ফারুক, উপ-পরিচালক ডাঃ শহীদুল ইসলামসহ আরো কয়েকজনের বিরুদ্ধে। এ অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গত ১৫ ডিসেম্বর একটি তদন্ত কমিটি গঠন করেন।
×