ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও কম্বল বিতরণ

প্রকাশিত: ২২:৩৭, ৫ ফেব্রুয়ারি ২০১৬

মুন্সীগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে দুই সহ¯্রাধীক দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুদ প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে মুন্সীগঞ্জের সদর উপজেলার দরগাবাড়িতে মুন্সীগঞ্জ ভোকেশনাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্দ্যোগে ও অর্থায়নে এই চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়। এর মধ্যে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশন করা হয়। এছাড়া চক্ষু শিবির, গাইনি, ডায়াবেটিসসহ নানা রোগের ওষুদ সরবরাহ কার হয়। সকালে এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব মো সিরাজুল ইসলাম ভরসা। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মনছুর আহামেদ কালাম প্রমুখ। পরে অতিথিবৃন্দ মিরকাদিম পৌরসভা, রামপাল, বজ্রযোগিনী, আবদুল্লাহপুর ও বেতকা ইউনিয়নের ২ হাজার ৫’শ দরিদ্র ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করেন। দেশের খবর
×