ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জের ক্ষতিগ্রস্থ টংরাটিলা গ্যাস ফিল্ড পরিদর্শন করেছে বিদ্যুৎ ও জ্বানালী প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২২:২৯, ৫ ফেব্রুয়ারি ২০১৬

সুনামগঞ্জের ক্ষতিগ্রস্থ টংরাটিলা গ্যাস ফিল্ড পরিদর্শন করেছে বিদ্যুৎ ও জ্বানালী প্রতিমন্ত্রী

নিজম্ব সংবাদদাতা, সুনামগঞ্জ॥ জ্বালানী ও বিদ্যূৎ প্রতিমন্ত্রী নছরুল হামিদ বলেছেন নাইকো র্দুনীতির জড়িতরা কানাডিয়ান আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দী দিয়েছেন। সেখানে তারা বলেছেন দুর্নীতির মাধ্যেমে তারা চুক্তি করেছিলো। খালেদা জিয়ার সময় তৎকালীন জ্বালানীমন্ত্রী মোশারফ তার ব্যপারে তারা আদালতে স্বাক্ষী দিয়েছেন এবং কানাডার আদালতে দোষী সাব্যস্থ হয়েছেন। আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা গ্যাস ফিল্ডের বিদেশী বিশেজ্ঞদলের ক্ষয়ক্ষতির জরিপকার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরে তিনি স্থানীয় ক্ষতিগ্রস্থদের গণশুনানীতে অংশ গ্রহন করেন। এ সময় দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুনজুর মোহম্মদ শাহরিয়ার, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম,এডিশনাল এসপি আব্দুল মোমেন, দোয়ারা থানার অফিসার ইনচার্জ সেলিম রেজাসহ নাইকো কোম্পানীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×