ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আরব আমিরাতে মন্ত্রী পদে ছাত্র নিয়োগের বিজ্ঞাপন!

প্রকাশিত: ২২:২৭, ৫ ফেব্রুয়ারি ২০১৬

আরব আমিরাতে মন্ত্রী পদে ছাত্র নিয়োগের বিজ্ঞাপন!

অনলাইন ডেস্ক ॥ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ফেডারেল সরকারের মন্ত্রী করার জন্য ছাত্রদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। দুবাইর শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তার টুইটার একাউন্টে এই বিজ্ঞপ্তি দিয়েছেন। এতে তিনি বলেছেন, মন্ত্রিসভায় এই মন্ত্রী তরুণদের মুখপাত্র হিসেবে কাজ করবেন। গত দুবছরে যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন অথবা যারা স্নাতক শেষ বর্ষে পড়াশুনা করছেন, তারা আবেদন করার যোগ্য হবেন। তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে তিন জন পুরুষ এবং তিন জন নারীকে এই পদে মনোনয়ন দেয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে আরব সমাজের অর্ধেকই হচ্ছে তরুণ, সুতরাং দেশ শাসনে তাদের একটা ভূমিকা দেয়া খুবই যৌক্তিক। সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিপরিষদের ওয়েবসাইটেও এই মন্ত্রী পদে লোক চেয়ে বিজ্ঞাপন আছে। প্রার্থীর বয়স হতে হবে ২৫ বছরের কম। যোগ্য প্রার্থীকে তরুণদের আশা-আকাঙ্খা ধারণ করতে হবে। এই ব্যতিক্রমী পদক্ষেপে বিস্ময় সৃষ্টি হয়েছে দেশটিতে। একজন ছাত্র বলেছেন, অনেকে আমাদেরকে খুব বেশি তরুণ বলে মনে করে। অথচ লোকে যেটা বুঝতে পারে না তা হলো আমাদের ধ্যান-ধারণা থেকেও দেশ উপকৃত হতে পারে। সূত্র: বিবিসি বাংলা
×