ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মধ্যগগণে সোনুর কনসার্ট, বরখাস্ত ৫ বিমানসেবিকা

প্রকাশিত: ২০:৫৬, ৫ ফেব্রুয়ারি ২০১৬

মধ্যগগণে সোনুর কনসার্ট, বরখাস্ত ৫ বিমানসেবিকা

অনলাইন ডেস্ক॥ যাত্রীদের অনুরোধ রাখতে মাঝ আকাশে সেলিব্রিটি সহযাত্রী সোনু নিগামের গানে আসর জমানোর ব্যবস্থা করেছিলেন বিমান কর্মীরা। সেই অভিযোগে জেট এয়ারওয়েজের পাঁচজন বিমানসেবিকাকে বরখাস্তের নির্দেশ দেয় বেসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা। বিমানের অ্যানাউন্সমেন্ট সিস্টেমে খালি গলায় গেয়ে বিমান সফরে একটা আলাদা মাত্রা এনে দিয়েছিলেন বলিউডের প্লে-ব্যাক সিঙ্গার। তাঁর সঙ্গে গলা মেলান অন্য যাত্রীরাও। তবে, বেসামরিক বিমান নিয়ন্ত্রণ সংস্থা বিষয়টাকে ভালো চোখে দেখেননি। বিমানের যন্ত্রপাতি অপব্যবহারের অভিযোগে জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ পাঁচ বিমান সেবিকাকে বরখাস্ত করেছ। গত ৪ জানুয়ারি, যোধপুর থেকে মুম্বাইগামী বিমানে জনপ্রিয় গায়ক সোনু নিগাম আছেন জেনে, সহযাত্রীরা গান শোনার আবদার করেন। যাত্রীদের মন রাখতে বিমানের মাইক নিয়ে সোনুকে গান গাওয়ার জন্য অনুরোধ করা হয়। 'বিন্দাস' সোনুও বেশ মেজাজেই ছিলেন। এক কথাতেই রাজি হয়ে যান। খালি গলায় হাতে মাইক নিয়ে মাঝ আকাশে প্রথমে গান বীর-জারার 'দো পল রুকা' ও তারপর রেফিউজি সিনেমার 'পনছি নদিয়া'। সোনুর সঙ্গে অন্যান্য যাত্রীরাও গলা মেলাতে শুরু করলে সোনু তাঁদের উদ্দেশ্যে বলেন, 'আরে, আপনারাও গাইতে পারেন। সবাই দেখছি গায়ক।' সোনুর এই 'বিমান কনসার্ট'-এর ভিডিও কয়েকজন যাত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে যায়। যদিও বিমান পরিবহন সুরক্ষা নিয়ন্ত্রক ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন বিষয়টিকে মোটেই হালকাভাবে নেয়নি। গোটা বিষয়টির তদন্ত করে একজন যাত্রীকে মাঝ আকাশে বিমানের সিস্টেম ব্যবহার করার অনুমতি দেওয়ায় ওই বিমানসংস্থাকে উপস্থিত বিমানকর্মীদের বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে তাও নিশ্চিত করতে বলা হয়েছে জেট এয়ারওয়েজকে।
×