ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সুবিধাজনক অবস্থানে

প্রকাশিত: ১৮:৫৬, ৫ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সুবিধাজনক অবস্থানে

অনলাইন ডেস্ক ॥ আজ শুক্রবার সকাল নয়টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও নেপালের খেলা। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্প্যিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেছে বাংলাদেশ দল। এ নিয়ে প্রথমবারের মতো 'নিশ্চিত' সেমিফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে দলের সাম্প্রতিক পারফরম্যান্স দলের প্রতি যে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছিলো, বিশ্বকাপের আসরে তা ধাপে ধাপে পুরণ করে চলেছে মেহেদি হাসান মিরাজের দল। ৩৮ ওভার খেলে নেপালের রান ৬ উইকেটে ১৫৬ রান। মোহাম্মদ সাইফুদ্দিন পেয়েছেন ২ উইকেট। নেপালের পক্ষে অধিনায়ক ও উইকেটরক্ষক রাজু রিজাল করেছেন ৭২ রান।
×