ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার জিকা ভাইরাস স্পেনে

প্রকাশিত: ১৮:৪৯, ৫ ফেব্রুয়ারি ২০১৬

এবার জিকা ভাইরাস স্পেনে

অনলাইন ডেস্ক॥ প্রথমবারের মতো জিকা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে ইউরোপের দেশ স্পেনে। দেশটি নিশ্চিত করেছে, যে একজন গর্ভবতী নারীর শরীরে জিকা ভাইরাসের নমুনা পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কয়েকদিন আগেই ওই নারী কলম্বিয়া থেকে ফিরেছেন। ধারণা করা হচ্ছে, তিনি সেখানেই আক্রান্ত হয়েছিলেন। এই প্রথম ইউরোপে জিকা ভাইরাস আক্রান্ত কোন রোগী শনাক্ত হল। জিকা ভাইরাসে মস্তিষ্কে ত্রুটি নিয়ে শিশু জন্মের হার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ মাসের শুরুতেই বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত কয়েক মাসে শুধুমাত্র লাতিন আমেরিকার দেশ ব্রাজিলেই ছোট আকারের মস্তিষ্ক নিয়ে চার হাজারের বেশি শিশু জন্ম নিয়েছে। রোগটি এতটাই দ্রুত ছড়াচ্ছে যে দক্ষিণ ও উত্তর আমেরিকায় এ বছর ৪০ লাখের মতো মানুষ এতে আক্রান্ত হতে পারে বলে আশংকা করা হচ্ছে। এদিকে গবেষকরা বলছে, ব্যবহারের উপযোগী একটি প্রতিষেধক তৈরি করে বাজারে ছাড়তে প্রায় দশ বছর সময় লেগে যেতে পারে। http://www.allbanglanewspaperlist.com/
×