ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেই নবজাতককে দত্তক নিতে আগ্রহের কথা জানিয়েছেন নিঃসন্তান এক মহিলা

প্রকাশিত: ০৭:৫৮, ৫ ফেব্রুয়ারি ২০১৬

সেই নবজাতককে দত্তক নিতে আগ্রহের কথা জানিয়েছেন নিঃসন্তান এক মহিলা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বেইলি রোডে পাঁচতলা থেকে ছুড়ে ফেলা ফুটফুটে নবজাতকটি এখন সবার। ঢাকা মেডিক্যালের নার্স, চিকিৎসক সবাই চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে নাক দিয়ে তাকে দুধ খাওয়ানো হচ্ছে। তার বাঁ পায়ে ফ্র্যাকচারে ব্যান্ডেজ করা হয়েছে। একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন নবজাতকের মা বিউটি আক্তার (১৭)। বৃহস্পতিবার তার বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ঢাকা মেডিক্যালের চিকিৎসক আইয়ুব আলী জানান, শিশুটিকে আশঙ্কামুক্ত বলা যাবে না। তাকে ইনকিউবেটরে রাখা হয়েছে। তিনি জানান, নবজাতকটির ওজন আড়াই কেজি। সে শঙ্কামুক্ত নয়। বাঁ পায়ে ফ্র্যাকচার ও মাথায় আঘাতের চিহ্ন আছে। মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসার সময় ফাতেহা আক্তার জেবিন নামে নিঃসন্তান এক নারী নবজাতককে দত্তক নিতে আগ্রহ দেখিয়েছেন।
×