ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে নারীকে পাচারের অভিযোগে মামলা

প্রকাশিত: ২২:২০, ৪ ফেব্রুয়ারি ২০১৬

যশোরে নারীকে পাচারের অভিযোগে মামলা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ভাল চাকরির প্রলোভন দেখিয়ে যশোর থেকে এক নারীকে ভারতে পাচারের অভিযোগে আদালতে দায়ের করা আলাদা দুইটি পিটিশন কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসাবে বৃহস্পতিবার রেকর্ড করা হয়েছে। মামলার বাদী সদর উপজেলার রামনগর ধোপাপাড়ার সেলিনা বেগমের বাড়ির ভাড়াটিয়া কামরুজ্জামান লালী। কামরুজ্জামান লালী তার দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, তিনি পেশায় একজন ভ্যানচালক। রামনগর ধোপাপাড়ার আব্দুস সবুরের স্ত্রী সেলিনা বেগমের বাড়িতে ভাড়া থাকেন। একই বাড়িতে ভাড়া থাকে আসামি শাহিন এবং তার স্ত্রী নুরুন্নাহার বেগম। পরিচয়ের সুবাদে আসামিরা স্বামীর অবর্তমানে রোজিনা বেগমকে চাকরির প্রলোভন দেখাত। ২০১৫ সালের ২৬ এপ্রিল আসামিরা রোজিনা বেগমকে ফুসলিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতে নিয়ে যায়। এরপর তাকে সেখানে বিক্রি করে দেয়া হয়। এ ঘটনার দুদিন পর আসামি শাহিন ও নুরুন্নাহার বেগম বাড়ি ফিরে আসে। এ নিয়ে বাড়াবাড়ি করলে আসামিরা কামরুজ্জামান লালীকে হত্যা করার হুমকি দেয়া হয়। ফলে তিনি যশোরের চিফ জুডিশিয়াল আদালতে গত জানুয়ারি মাসে মামলা করেন। আদালতের নির্দেশের মামলাটি রেকর্ড করা হয়েছে।
×