ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইভটিজিং করায় চরফ্যাশনে দু’ই ব্যবসায়ীর কারাদন্ড

প্রকাশিত: ২২:০৫, ৪ ফেব্রুয়ারি ২০১৬

ইভটিজিং করায় চরফ্যাশনে দু’ই ব্যবসায়ীর কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন ॥ ভোলার চরফ্যাশনে ইভটিজিং করার আপরাধের কামাল হোসেন (৩৬) ও বিল্লাল হোসেন (১৯) নামের দু’ই ব্যবসায়ীকে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রম্যমান আদালত। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এই রায় প্রদান করেছে। দন্ড প্রাপ্তদের বৃহস্পতিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এই রায় প্রদান করেছে। কারাদ-পাপ্তরা হলেন, বাজার ব্যবসায়ী ওদ-প্রাপ্ত কামাল পৌর ১নং ওয়ার্ডের হারুন অর রশিদের ছেলে, বিল্লাল পৌর ৭নং ওয়ার্ডের মজিবুল হক’র ছেলে। জানা যায়, তারা দু’ই জন কলেজ গামী শিক্ষার্থীদেরকে বাজারের যাতায়াতের সময় কুপ্রস্তাবসহ দোকান থকে পঁচা পেয়াজ ও রসুন ছুগে মারে। দু’ই ব্যবসায়ীর বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট’র নিকট অভিযোগ করলে স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে ৫০৯ দঃ বিঃ ধারা মোতাবেক ১ বছর করে কারাদ- প্রদান করেন।
×