ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শ্রেষ্ঠ কারুশিল্পী পুরষ্কার পাচ্ছেন যারা

প্রকাশিত: ২১:৩০, ৪ ফেব্রুয়ারি ২০১৬

শ্রেষ্ঠ কারুশিল্পী পুরষ্কার পাচ্ছেন যারা

স্টাফ রিপোর্টার ॥ এ বছর শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার পাচ্ছেন আদি টাঙ্গাইল বয়নশিল্পী রাজ্জাক, শঙ্খশিল্পী অনুপ নাগ, শোলাশিল্পী নিত্য মালাকার ও চিত্রিত মাটির পুতুলের শিল্পী বিজলী রানী পাল। পুরস্কারগুলো শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান, শিল্পী রশিদ চৌধুরী এবং অধ্যক্ষ তোফায়েল আহমদকে উৎসর্গ করা হয়েছে। এদেশের হারিয়ে-যাওয়া হস্ত ও কারুশিল্প অন্বেষণ, ঐতিহ্য পুনরুদ্ধার এবং কারুশিল্পীদের উৎসাহিত করার লক্ষ্যে ২০১০ সালে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশন প্রথমবারের মতো যৌথভাবে শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ও কারুমেলা প্রবর্তন করে। সেই ধারাবাহিকতায় এ বছর চারটি শিল্পমাধ্যমে চারজন শ্রেষ্ঠ শিল্পীকে সম্মাননা জানানো হচ্ছে। প্রত্যেককে সম্মননা স্মারক, প্রশংসাপত্র ছাড়াও নগদ ৫০ হাজার টাকা করে অর্থ পুরস্কার দেওয়া হবে। পুরস্কারপ্রাপ্ত চারটি মাধ্যমসহ মেলায় ১১টি মাধ্যমে কারুপণ্য বিক্রয়ের জন্য প্রদর্শিত হবে। মাধ্যমগুলো হলোÑ শঙ্খ, শোলা, চিত্রিত মাটির পুতুল, তাঁতের শাড়ি, আদিবাসী কারুশিল্প, পাটজাত শিল্প, কাঁথাশিল্প, গামছা ও লুঙ্গি, ধাতবশিল্প, বাঁশজাত শিল্প ও হাতে আঁকা পটচিত্র। ধানম-ির জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠে আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় কারুশিল্পী পুরস্কার ও কারুমেলা ১৪২২ যৌথভাবে উদ্বোধন করবেন মানবাধিকার কর্মী এ্যাডভোকেট সুলতানা কামাল এবং লোক ও কারুশিল্প জাদুঘরের পরিচালক রবীন্দ্র গোপ। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চাকমা বয়নশিল্পের কারুশিল্পী শরৎমালা। মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এবং প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
×