ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে কৃষকরা ঝুঁকছে তামাক চাষে!

প্রকাশিত: ২০:২৯, ৪ ফেব্রুয়ারি ২০১৬

নীলফামারীতে কৃষকরা ঝুঁকছে তামাক চাষে!

স্টাফ রির্পোটার, নীলফামারী॥ তামাক চাষে ঝুঁকে পড়ছে নীলফামারীর কৃষকরা! আমন ধানের দরপতনে লোকসান পুষিয়ে নিতে মানব শরীরের জন্য ক্ষতিকর জেনেও লাভজনক বিকল্প ফসল হিসেবে তামাককেই বেছে নিয়েছে তারা। আজ বৃহস্পতিবার সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। দেখা যায় তামাক ক্ষেত গুলোতে নারী শ্রমিকদের কর্মব্যস্ততা। কৃষি বিভাগ সুত্র মতে গত বছর এই জেলায় তামাক চাষ হয়েছিল প্রায় ৪ হাজার হেক্টর জমিতে। কিন্তু এবারে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রায় ৭ হাজার হেক্টর জমিতে। নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মো. ইদ্রিস জানান বাজারে ধানের দরপতনে লোকসান গুনেছে কৃষকরা। ধানের ন্যায্য দাম পেলে মানব শরীরের জন্য ক্ষতিকর তারা বিড়ি, সিগারেট, গুল ও জর্দার প্রধান উপকরণ তামাক আবাদে ঝুঁকে পড়তো না।
×