ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুদ্ধাপরাধীদের ছেলেমেয়েরা সরকারি চাকরি পাবে না

প্রকাশিত: ২০:০৫, ৪ ফেব্রুয়ারি ২০১৬

যুদ্ধাপরাধীদের ছেলেমেয়েরা সরকারি চাকরি পাবে না

অনলাইন রিপোর্টার॥ ‘যুদ্ধাপরাধীদের ছেলেমেয়েরা কোনো সরকারি চাকরি পাবে না’ বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তিকারী ও মহান স্বাধীনতাযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের বিচারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন এর আয়োজন করে। সেখানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘যুদ্ধাপরাধীদের ছেলেমেয়েরা কোনো সরকারি চাকরি পাবে না। তাদের বিচার কার্যক্রম চলতে থাকবে। বঙ্গবন্ধুর হত্যাকারী যারা দেশের বাইরে আছেন তাদের ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’ বিএনপি চেয়ারপারর্সন খালেদা জিয়ার উদ্দেশ্য মন্ত্রী বলেন, ‘তিনি এখনো দেশটাকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখেন। তিনি যুদ্ধাপরাধীদের ইন্ধন দিয়েছেন।’ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। এ ছাড়াও ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, উপ-কমিটির সহ-সম্পাদক মো. আবদুল করীম প্রমুখ। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মো. শাখাওয়াত হোসেন।
×