ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জিকা ভাইরাস: মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ব্রাজিলের

প্রকাশিত: ১৯:২৫, ৪ ফেব্রুয়ারি ২০১৬

জিকা ভাইরাস: মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ব্রাজিলের

অনলাইন ডেস্ক ॥ জিকা ভাইরাস বহনকারী মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ব্রাজিল। টেলিভিশনে প্রচারিত রেকর্ড করা একটি বার্তায় দেশটির প্রেসিডেন্ট দিলমা রৌসেফ এই ঘোষণা দেন। আজ বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে, বার্তায় রৌসেফ বলেন, আগামী শনিবার জাতীয় সংহতি দিবস পালন করা হবে। ঐদিন সেনা সদস্য ও কর্মকর্তারা বাড়ি ও অফিসের মশা নিধনে কাজ করবে। দিলমা রৌসেফ বলেন, বেশির ভাগ মশাই জন্মে বাড়ির আনাচে-কানাচে। তিনি বলেন, এই মশা তাড়াতে কেন্দ্রীয় সরকারের সামর্থ্য প্রয়োগ করা হচ্ছে। কারণ এটি এমন একটি যুদ্ধ যেখানে ব্যর্থ হওয়া যাবে না। আমাদের সবাইকে এই যুদ্ধে অংশ নিতে হবে। সবার সাহায্য ও শুভকামনা দরকার আমাদের। ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, আমি সবাইকে বলব, যতক্ষণ পর্যন্ত বিজ্ঞান জিকা ভাইরাসের জন্য কোনো ওষুধ আবিষ্কার করতে না পারছে ততক্ষণ আমাদের এডিস মশার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। জিকা ভাইরাসের কারণে নবজাতক শিশুরা অস্বাভাবিক মাথা নিয়ে জন্ম নিচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
×