ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জ ও কুমিল্লা মেট্রো পুলিশ এবং ময়মনসিংহ রেঞ্জ হচ্ছে

প্রকাশিত: ০৮:২১, ৪ ফেব্রুয়ারি ২০১৬

নারায়ণগঞ্জ ও কুমিল্লা মেট্রো পুলিশ এবং ময়মনসিংহ রেঞ্জ হচ্ছে

শংকর কুমার দে ॥ দেশে আরও দুটি মেট্রোপলিটন পুলিশ ইউনিট ও একটি রেঞ্জ গঠন করা হচ্ছে। নতুন এ দুটি মেট্রোপলিটন পুলিশ ইউনিট হচ্ছে নারায়ণগঞ্জ ও কুমিল্লা এবং রেঞ্জ হচ্ছে ময়মনসিংহ বিভাগ। পুলিশের সদর দফতর থেকে দুটি মেট্রোপলিটন পুলিশ ও একটি রেঞ্জ গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। নগরবাসীদের আধুনিক পুলিশিং সুবিধা দিতে দুটি মেট্রোপলিটন পুলিশ ও একটি রেঞ্জ গঠনের উদ্যোগ নেয়া হচ্ছে। খুব শীঘ্রই নারায়ণগঞ্জ ও কুমিল্লা মেট্রোপলিটন পুলিশ ও ময়মনসিংহ রেঞ্জ পুলিশ হিসেবে কার্যক্রম পরিচালনা শুরু করতে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দেয়া পুলিশের ৫০ হাজার জনবল বৃদ্ধির উদ্যোগের মধ্যে দুটি মেট্রোপলিটন পুলিশ ইউনিট গঠনের প্রস্তাব করা হয়েছে। নারায়ণগঞ্জ মেট্রোপলিটন পুলিশে একজন ডিআইজি, ২ জন অতিরিক্ত ডিআইজি, ৬ জন এসপি, ৭ জন অতিরিক্ত এসপি, ৪ জন এএসপিসহ ১২৪৮ জন জনবলের প্রস্তাব করা হয়েছে। একইভাবে অনুরূপ পদ নিয়ে কুমিল্লা মেট্রোপলিটন পুলিশে একজন ডিআইজির নেতৃত্বে ১২৪৮ জন জনবলের প্রস্তাব করা হয়েছে। আর রেঞ্জ গঠনের জন্য প্রস্তাব করা হয়েছে নবগঠিত ময়নমনসিংহ বিভাগকে। প্রাথমিকভাবে একজন ডিআইজির নেতৃত্বে ৫৪ জন জনবলের প্রস্তাব করা হয়েছে এই রেঞ্জ গঠনের।
×