ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গার্ডিওলাকে নিয়ে ভাববার সময় নেই পেলেগ্রিনির

প্রকাশিত: ০৭:৩৯, ৪ ফেব্রুয়ারি ২০১৬

গার্ডিওলাকে নিয়ে ভাববার সময় নেই পেলেগ্রিনির

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘদিন ধরেই গুঞ্জনটা বাতাসে ভেসে ভেড়াচ্ছিল। সোমবার সেটাও নিশ্চয়তা পেল। বেয়ার্ন মিউনিখ ছেড়ে আগামী মৌসুমেই ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন পেপ গার্ডিওলা। এমন খবর শুনার পর ম্যানসিটির বর্তমান কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির মানসিক অবস্থা কেমন? মঙ্গলবার সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচের শেষেই এমন প্রশ্নের সম্মুখীন হতে হয় সাবেক মালাগার এই অভিজ্ঞ কোচকে। তবে কৌশলগতভাবেই উত্তর দিলেন ম্যানুয়েল পেলেগ্রিনি। জানিয়ে দিলেন পেপ গার্ডিওলার ভাবনা এখন তার মাথায় নেই। বরং বর্তমানকে নিয়েই সময় কাটাবেন তিনি। এ বিষয়ে পেলেগ্রিনির অভিমত, ‘তার (গার্ডিওলা) ভাবনা এখন আমার মাথায় নেই। বরং বর্তমান নিয়েই ভাবছি এখন। এই মৌসুম নিয়েই ভাবছি। তারপর দেখা যাবে পরবর্তী মৌসুমে খেলোয়াড় এবং আমার জন্য কী অপেক্ষা করছে।’ ম্যানুয়েল পেলেগ্রিনির অধীনে বর্তমানে দারুণ খেলছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লীগ, এফএ কাপ, লীগ কাপ কিংবা উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ-এই চার টুর্নামেন্টের সবতেই শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে তাদের। ম্যানসিটিকে দারুণ এক মৌসুম উপহার দিতে পেলেগ্রিনিও প্রতিজ্ঞাবদ্ধ। এ বিষয়ে তিনি বলেন, ‘খেলোয়াড়দের নিয়ে ক্লাবের প্রতি আমার যে প্রতিজ্ঞা তা সবসময়ই অনুভব করি আমি। এই মুুহূর্তে মৌসুমের খুব ভাল একটা সময়ে আছি আমরা। আশা করি শেষটাও ঠিক এভাবেই করতে পারব। আমাদের সামনে এখন যে ম্যাচগুলো রয়েছে সম্ভবতা তার সবই অনেক কঠিন হবে। কিন্তু আমি মনে করি এই বাধা পেরুতে দলের সব খেলোয়াড়ই প্রতিজ্ঞাবদ্ধ। এ বিষয়ে আমিও খুব আনন্দিত।’ ম্যানসিটিতে গার্ডিওলার যোগ দেয়ার পর থেকেই আরেকটি বিষয় নিয়েও আলোচনা ব্যাপক তুঙ্গে। আর তা হলো ম্যানচেস্টার ইউনাইটেডে জোশে মরিনহোর যোগদান প্রসঙ্গে। যদিও বা তা আদৌ সম্ভব কি না সময়ই কেবল বলতে পারে। স্প্যানিশ লা লিগায় বার্সিলোনাকে যখন অসাধারণ সব সাফল্য উপহার দিয়েছিলেন পেপ গার্ডিওলা। তখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন মরিনহো। ফুটবলীয় লড়াইকে ছাপিয়ে তখন এই দুই কোচের মধ্যেও ছিল কঠিন লড়াই! বার্সিলোনার সেই কোচ এখন বেয়ার্ন মিউনিখের দায়িত্বে। দুইদিন আগে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গার্ডিওলার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করে দেয় ম্যানসিটি। আর তাতেই গুঞ্জন শুরু হয়ে গেছে মরিনহোকে নিয়ে। চেলসি থেকে বরখাস্ত হওয়ার পর থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার বিষয়ে গুঞ্জন রয়েছে এই পর্তুগীজ কোচের। বিশেষ করে রেড ডেভিলদের ভক্ত-অনুরাগীরা এখন স্পেশাল ওয়ানকেই কেবল তাদের জন্য পরিপূর্ণ বলে মনে করছেন। তাহলে কী মৌসুম শেষেই ভ্যান গালের উত্তরসূরি হিসেবে নিয়োগ পাচ্ছেন মরিনহো? সেটা এখন সময়ের বিষয়। তবে ইউনাইটেডের বর্তমান পারফর্মেন্সের কারণে কোচ পরিবর্তনটা যে জরুরী তা আর বলার অপেক্ষা রাখে না। কেননা ইতোমধ্যেই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লীগেও তেমন ভাল অবস্থানে নেই ইংল্যান্ডের সবচেয়ে সফল এই ক্লাব!
×