ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জুলাই থেকে অনলাইনে কর পরিশোধ

প্রকাশিত: ০৫:৪৯, ৪ ফেব্রুয়ারি ২০১৬

জুলাই থেকে অনলাইনে কর পরিশোধ

অর্থনৈতিক রিপোর্টার ॥ এ বছরের জুলাই মাস থেকে অনলাইনে আয়কর পরিশোধ করতে পারবেন করদাতারা। সেই সঙ্গে করদাতারা অনলাইনেই পাবেন প্রাপ্তি স্বীকারপত্র। গত মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে কম্পিউটার সামগ্রী প্রদান অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। অনুষ্ঠানে দেশের ৬৪৯টি আয়কর অঞ্চল অফিসের কর্মকর্তাদের কাছে কম্পিউটার সামগ্রী প্রদান ও ইন্সটলেশন কার্যক্রমের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান ড. নজিবুর রহমান বলেন, এ সেবা চালু হলে অনলাইনে ই-টিআইএন নিবন্ধন করা যাবে, কর বিভাগের অফিসগুলো নেটওয়ার্কিংয়ের আওতায় আসবে এবং আপিল, কর অবকাশসহ সব ধরনের কার্যক্রম অটোমেশন হবে। কর বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলেও আশা প্রকাশ করেন এনবিআর চেয়ারম্যান। কমার্স ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক মোর্তজা জিডব্লিউএম মোর্তজা বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। মোর্তজার বিএসবি, বেসিক ব্যাংক, ইবিএল, ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া ইত্যাদি প্রতিষ্ঠানে ৩০ বছরেরও অধিক ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে। কমার্স ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। -বিজ্ঞপ্তি নিশীথ কুমার ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নতুন মহাসচিব সম্প্রতি নিশীথ কুমার সরকার বেসরকারী বীমা খাতের শীর্ষ সংস্থা বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের মহাসচিব হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এডিপিসি, ব্যাংকক থেকে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে ডিপ্লোমা করেন। চাকুরী জীবনে বিভিন্ন দেশ ভ্রমণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে সম্মানসহ স্নাতোকত্তর ডিগ্রী সম্পন্ন করে বিভিন্ন কলেজে শিক্ষকতা করেন। তারপর তিনি বিসিএস এর মাধ্যমে ১৯৮৩ সালে ম্যাজিষ্ট্রেট হিসেবে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। -বিজ্ঞপ্তি লোকসান কাটিয়ে উঠল স্প্যানিশ ব্যাংক ব্যাপক লোকসানের পর ঘুরে দাঁড়াতে শুরু করেছে স্প্যানিশ ব্যাংক, ব্যাংকিয়া। গত বছরের শেষ প্রান্তিকে এ ব্যাংকের মুনাফা হয়েছে ১০৪ কোটি ইউরো। অথচ গত বছরের একই সময়ে মুনাফা হয়েছিল মাত্র ৭৪ কোটি ৭০ লাখ ডলার। এ খবর প্রকাশের পরপরই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে সাড়ে ৬ শতাংশ। যদিও ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে মুনাফা অর্জন করায় ২০১৭ সালের জন্য আরও ৫শ’ কোটি ডলার ব্যয় কমানোর ঘোষণা দিয়েছে এইচএসবিসি ব্যাংক। -অর্থনৈতিক রিপোর্টার বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি এলফাবেট সার্চ ইঞ্জিন গুগলের প্রতিষ্ঠাতা কোম্পানি এলফাবেট বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। গত বছরের শেষ প্রান্তিকে এলফাবেটের মুনাফা হয়েছে ৪৯০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ কোটি ডলার বেশি। এ খবরের পরপরই বাজারে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে ৯ শতাংশ। এর মধ্য দিয়ে এ্যাপলের অবস্থানকেও টেক্কা দিল এ্যালফাবেট। বর্তমানে এলফাবেটের মোট আর্থিক সম্পদের পরিমাণ ৫৬ হাজার ৮শ’ কোটি ডলার, যেখানে এ্যাপলের মোট আর্থিক সম্পদের পরিমাণ ৫৩ হাজার ৫শ’ কোটি ডলার। -অর্থনৈতিক রিপোর্টার
×