ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অস্ত্রধারী রক্ষী চান

মাতারবাড়ি বিদ্যুত হাবের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিদেশী প্রকৌশলীদের

প্রকাশিত: ০৫:৩৭, ৪ ফেব্রুয়ারি ২০১৬

মাতারবাড়ি বিদ্যুত হাবের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিদেশী প্রকৌশলীদের

স্টাফ রিপোর্টার ॥ মাতারবাড়ি বিদ্যুতহাবে নিরাপত্তা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশী কোম্পানির প্রকৌশলীরা। সরকার ওই এলাকায় ১০ হাজার মেগাওয়াটের বিদ্যুত প্রকল্প বাস্তবায়ন করছে। ইতোমধ্যে বিভিন্ন বিদেশী প্রতিষ্ঠান মাতারবাড়িতে কয়লাচালিত বিদ্যুত কেন্দ্র নির্মাণের জন্য সরকারের সঙ্গে চুক্তি করেছে। বিদ্যুত বিভাগ সূত্র জানায়, আগামী মার্চ থেকে মাতারবাড়িতে বিভিন্ন প্রকল্প উন্নয়নের কাজ শুরু হচ্ছে। আর এর আগেই সর্বক্ষণিক অস্ত্রধারী নিরাপত্তারক্ষী নিয়োগের জন্য চিঠি দিল বিদ্যুত বিভাগ। সংশ্লিষ্ট সূত্র বলছে, এর আগে দুই বিদেশী হত্যাকা-ের পর স্পেনের কোম্পানি আইসোলেক্সের কর্মীরা দেশ ছাড়ে। পরে স্পেনের রাষ্ট্রদূতের মধ্যস্ততায় তারা আবারও কাজে যোগ দেয়। এখন দেশের পরিস্থিতি স্থিতিশীল। সরকার সব অবস্থায় বিদেশী প্রকৌশলীদের নিরাপত্তায় সচেষ্ট। এখন আর কোন অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেয়া হবে না। মাতারবাড়ি বিদ্যুত প্রকল্পের পরার্মশক প্রতিষ্ঠান এমজেভিসির কর্মকর্তারা প্রকল্প এলাকা ঘুরে বিদেশী প্রকৌশলীদের আবাসস্থল চকোরিয়া এলাকায় নিরাপত্তা জোরদারে সরকারকে চিঠি দিয়েছে। পরামর্শক প্রতিষ্ঠান তাদের চিঠিতে আবাসস্থল এবং তাদের যাতায়াতের পথে সর্বক্ষণিক নিরাপত্তা জোরদারের পাশাপাশি অস্ত্রধারী নিরাপত্তা রক্ষী নিয়োগের অনুরোধ করেছেন। মন্ত্রণালয় সূত্র জানায়, মাতারবাড়িতে নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যুত কেন্দ্র বাস্তবায়নকারী সংস্থা কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডকে (সিপিজিপিবিএল) চিঠি দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোখলেছুর রহমান আকন্দ স্বাক্ষরিত এক পত্রে ওই নির্দেশ দেয়া হয়।
×