ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কম্পিউটার অপারেটর উজ্জলের হার্টে রিং পরাতে সহায়তা দিন

প্রকাশিত: ০৫:৩১, ৪ ফেব্রুয়ারি ২০১৬

কম্পিউটার অপারেটর উজ্জলের হার্টে রিং পরাতে সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ নেত্রকোনা জেলা শহরের একজন দক্ষ কম্পিউটার অপারেটর উজ্জল কুমার গুনের হার্টের মেইন আর্টারিতে ব্লক ধরা হয়েছে। হার্টের মেইন আর্টারিতে তার শ্বাস-প্রশ্বাসে ব্যাঘাত ঘটছে। জরুরী ভিত্তিতে হার্টে রিং স্থাপন করা প্রয়োজন বলে জানিয়েছেন ঢাকা ল্যাব এইড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ড. বরেন চক্রবর্তী। উজ্জলের পিতা বেঁচে নেই। বৃদ্ধ মাতা ছাড়া সংসারে আর কেউ নেই। সন্তানের চিকিৎসাসেবা ও অন্যান্য সমস্যা সামাল দিতে গিয়ে ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন উজ্জলের বৃদ্ধা মাতা। জরুরী ভিত্তিতে হার্টে রিং বসানো না হলে যে কোন মুহূর্তে জীবনের ঝুঁকি আসতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক। এজন্য প্রয়োজন প্রায় ৩ লাখ টাকা। কিন্তু এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া উজ্জলের মায়ের পক্ষে কোনভাবেই সম্ভব হচ্ছে না। পরিবারটির আর্থিক অবস্থা ভাল না। এমতাবস্থায় উজ্জলের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির নিকট আর্থিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা । চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৭১২৭৩৮১৮১। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- খোকন কুমার গুন, প্রাইম ব্যাংক লিঃ, নিউ ইস্কাটন শাখা, ঢাকা, হিসাব নং-১২৮২১০১০০১৮৪৬৫। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×