ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আফগান শিশু মিলিশিয়া হিরো ওয়াসিলকে গুলি করে হত্যা তালেবানের

প্রকাশিত: ০৩:৫৯, ৪ ফেব্রুয়ারি ২০১৬

আফগান শিশু মিলিশিয়া হিরো ওয়াসিলকে গুলি করে হত্যা তালেবানের

তালেবানের হাত থেকে গত বছর এক মিলিশিয়া বাহিনীকে রক্ষা করায় ১০ বছর বয়সী ওয়াসিল আহমেদকে হিরো বলে আখ্যায়িত করেছিল আফগান সরকার। কিন্তু তালেবান যোদ্ধারা সোমবার ঘোষণা দেয় যে, তারা সেই ওয়াসিলের মাথায় দুটি গুলি চালিয়ে হত্যা করেছে। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওরুজগানের রাজধানী তিরিন কট শহরে ওয়াসিলকে হত্যা করা হয়। মিলিশিয়া বাহিনী ত্যাগ করে স্কুলে চতুর্থ শ্রেণীতে ভর্তি হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে তাকে হত্যা করা হলো। ওয়াসিলের চাচা মোল্লা আব্দুল সামাদ তালেবান কমান্ডার ছিলেন এবং চার বছর আগে তিনি তার দল নিয়ে সরকারের সঙ্গে যোগ দেন। ওই দলে ওয়াসিলের বাবাও ছিলেন। সামাদকে স্থানীয় মিলিশিয়া পুলিশ বাহিনীর কমান্ডার করা হয়। গত গ্রীষ্মে তার দল তালেবানের হাতে দুই মাসের বেশি সময় অবরুদ্ধ ছিল। অবরুদ্ধ অবস্থায় তালেবানের হামলায় সামাদ ও তার ১০ সদস্য আহত হলে তার দলের কমান্ড নেয় ওয়াসিল। সামাদ বলেন, ওয়াসিল বিস্ময়করভাবে লড়াই করেছিল। আমি সুস্থ হওয়ার আগ পর্যন্ত ৪৪ দিন সফলভাবে আমার লোকদের নেতৃত্ব দিয়েছিল ওয়াসিল। অবশেষে আগস্ট মাসে অবরুদ্ধ অবস্থার অবসান হয় এবং আফগান ও ন্যাটো বাহিনী তাদের উদ্ধার করে। সামাদ বাহিনীকে তিরিন কটে বীরোচিত অভ্যর্থনা জানানো হয়। ওরুজগান উপপুলিশ প্রধান রহিমুল্লাহ খান এই অনুষ্ঠানের আয়োজন করেন এবং এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ওয়াসিল। সেখানে ওয়াসিলকে পুলিশের পোশাক পরিয়ে প্যারেড করানো হয় এবং বন্দুক হাতে দিয়ে ছবি তোলা হয়। এরপর ওয়াসিলকে তার পরিবার স্কুলে ভর্তি করিয়ে দেয়। -নিউইয়র্ক টাইমস
×