ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রকৌশল খাতের ৯০ দশমিক ৬৩ ভাগ কোম্পানির দরপতন

প্রকাশিত: ২৩:৫১, ৩ ফেব্রুয়ারি ২০১৬

প্রকৌশল খাতের ৯০ দশমিক ৬৩ ভাগ কোম্পানির দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে বুধবারে প্রকৌশল খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারে দরপতন হয়েছে। আর এদিন প্রকৌশল খাতে ৯০ দশমিক ৬৩ শতাংশ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে। জানা গেছে, পুঁজিবাজারে প্রকৌশল খাতের ৩২টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ২৯টি কোম্পানির দর কমেছে এবং ২টির দর বেড়েছে এবং দর অপরিবর্তিত রয়েছে ১টির। বুধবার প্রকৌশল খাতে দরপতন তালিকার শীর্ষে উঠে এসেছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড। এই কোম্পানির শেয়ার দর ১৮ টাকা ৭০ পয়সা বা ৬ দশমিক ৫৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ২৬৬ টাকা ৫০ পয়সা দরে। কোম্পানির ৩ হাজার ৫৬৩ টি শেয়ার ৭৮ বার লেনদেন হয়। মুন্নু জুট স্ট্যাফলার্স ১৪ টাকা ৯ পয়সা বা ৪ দশমিক ৪৫ শতাংশ দর কমে প্রকৌশল খাতে দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩২০ টাকা দরে লেনদেন হয়। কোম্পানির ৭৮৭টি শেয়ার ২৩ বার লেনদেন হয়। দরপতনের তৃতীয় স্থানে রয়েছে কাশেম ড্রাইসেলস। এদিন শেয়ারটির দর কমেছে ৫ টাকা ৮০ পয়সা বা ৪ দশমিক ৬১ শতাংশ। এছাড়া এটলাস বাংলাদেশ ৫ টাকা ২ পয়সা বা ৪ দশমিক ১৫ শতাংশ কমে চতুর্থ স্থানে রয়েছে।
×