ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে রেললাইনের ধার থেকে অবৈধ দোকান উচ্ছেদ

প্রকাশিত: ২২:৪০, ৩ ফেব্রুয়ারি ২০১৬

সৈয়দপুরে রেললাইনের ধার থেকে অবৈধ দোকান উচ্ছেদ

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ নীলফামারীর সৈয়দপুর শহরের রেলপথের ২ নম্বর রেলঘুণ্টি এলাকার অবৈধ কাপড়ের বাজার উচ্ছেদ করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। আজ বুধবার ও গতকাল মঙ্গলবার দুইদিনে অভিযান চালিয়ে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জিআরপি সূত্র জানায়, রেল চলাচল নির্বিঘœ করতে ওই এলাকায় রেললাইনের আশপাশে গড়ে ওঠা অবৈধ কাপড়ের বাজার উচ্ছেদ করা হয়েছে। সৈয়দপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ ট্রেন চলাচল ঝুঁকিমুক্ত করতে গত রবিবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পত্র দিয়েছিল। এরই প্রেক্ষিতে সৈয়দপুর জিআরপি থানার ওসি এ কে এম লুৎফর রহমানের নেতৃত্বে বিপুলসংখ্যক জিআরপি পুলিশ সদস্য দুইদিন ব্যাপী উচ্ছেদ কাজে অংশ নেয়।
×