ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাইবান্ধায় কর্মীরহাতের উদ্যোগে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী প্রদান

প্রকাশিত: ২২:১৪, ৩ ফেব্রুয়ারি ২০১৬

গাইবান্ধায় কর্মীরহাতের উদ্যোগে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী প্রদান

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কর্মীরহাতের উদ্যোগে বুধবার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বারিদ মাল্টিমিডিয়া প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে। ক্রীড়া সামগ্রীর মধ্যে রয়েছে দুই সারি বিশিষ্ট ডাবল স্লাইড, সি-স, ডাবল সুইং, টেবিল টেনিস, ক্যারাম বোর্ড, ভলিবল, ফুটবল, ব্যাডমিন্টন, দাবা, স্কিপিং দড়ি, লুডু ইত্যাদি। এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হান্নানসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কর্মীরহাতের সভাপতি এম. আব্দুস সোবহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম, এ.কে.এম. জেন্নাতুল ইসলাম কানু, মোঃ জহুরুল কাইয়ুম, মাহমুদুল হক, বারিদ ফাউন্ডেশনের পরিচালক মেহেদী হাসান রক্সি, প্রধান শিক্ষক শাহিন আজাদ। উল্লেখ্য যুক্তরাষ্ট্রের নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিটি (নাবিক) এর অর্থায়নে এবং কর্মীরহাতের উদ্যোগে জেলার বিভিন্ন গ্রামীন বিদ্যালয়ে ২০০৯ সাল থেকে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী প্রদান করে আসছে।
×