ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নেপালের অধিনায়ককে আইসিসির ছাড়পত্র

প্রকাশিত: ১৯:২৮, ৩ ফেব্রুয়ারি ২০১৬

নেপালের অধিনায়ককে আইসিসির ছাড়পত্র

অনলাইন ডেস্ক॥ নেপালি অধিনায়কের বয়স নাকি ১৯ ছাড়িয়েছে আরো ছয় বছর আগে! এমন দাবি তুলে শোরগোল ফেলে দিয়েছেন মুম্বাই শহরের এক খেলোয়াড়। কিন্তু আইসিসি বলছে, রাজু রিজলের বয়স ঠিকই আছে। বয়স প্রমাণের জন্য নেপাল যে কাগজপত্র সরবরাহ করেছে তাতে কোনো সমস্যা নেই। তার মানে বাংলাদেশের বিপক্ষে খেলতে আর কোনো অসুবিধা রইল না তথাকথিত ওই ‘২৫ বছর বয়সী’ অধিনায়কের। গ্রুপ পর্বে ভারতের সঙ্গে ম্যাচ ছিল নেপালের। ওই ম্যাচের সময় রঞ্জি ট্রফি খেলা ভারতের কৌস্তব পাওয়ার নামে এক ক্রিকেটার অভিযোগ এনে একটি স্ট্যাটাস দেন। সেখানে হ্যাশ ট্যাগ ব্যবহার করে পাওয়ার লিখেছেন: ‘#সেভক্রিকেট’, ‘#শেম’। একসঙ্গে মুম্বাইয়ের ক্রিকেটে খেলেছেন দাবি করে পাওয়ারের বক্তব্য, ‘মুম্বাইয়ের হয়ে আমরা অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে এক সঙ্গে খেলেছি। আর এখন ও নেপালের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক! অথচ আমাদের সে দলের সবার বয়স এখন ২৪-২৫। মুম্বাইয়ে সে রাজু শর্মা, আর নেপালে গিয়ে রাজু রিজল! ক্রিকেটকে বাঁচান। কী লজ্জার!’ প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে আলোচনায় আসে নেপাল ও দলটির অধিনায়ক। সেই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছিলেন রিজল। দলটির সেরা ব্যাটসম্যান, উইকেটরক্ষকও তিনি। দলটির ম্যানেজার রিজলকে ‘ক্যাপটেন কুল’ হিসেবেও আখ্যা দেন মিডিয়ায়। রিজলের অফিশিয়াল রেকর্ড অনুযায়ী তিনি ১৯৯৬ সালের ২৬ সেপ্টেম্বর নেপালের ধাঙ্গাড়িতে জন্মেছেন। শুক্রবার কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে লড়বে রিজলের দল। এক বিবৃতিতে আইসিসি বলেছে, ‘নেপালের ক্রিকেট সংস্থার (সিএএন) প্রধান নির্বাহীর সঙ্গে আইসিসি কথা বলেছে। কথা বলেছে সংশ্লিষ্ট খেলোয়াড় ও নেপালের টিম ম্যানেজারের সঙ্গে। সিএএন যেসব কাগজপত্র এই টুর্নামেন্ট শুরুর আগে জমা দিয়েছে, সেগুলো পর্যালোচনা করেছে। এই কাগজপত্রের মধ্যে আছে ওই খেলোয়াড়টির পাসপোর্ট এবং নেপাল সরকারের সত্যায়িত জন্ম সনদ, একই সঙ্গে আছে বয়সের হলফনামা।’
×