ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ইংলিশ প্রিমিয়ার লিগ ওজিলদের আরেকটি বেদনার রাত

প্রকাশিত: ১৯:২৬, ৩ ফেব্রুয়ারি ২০১৬

 ইংলিশ প্রিমিয়ার লিগ ওজিলদের আরেকটি বেদনার রাত

অনলাইন ডেস্ক॥ টানা চার ম্যাচ জয়হীন। ৯ পয়েন্ট জলে। তৃতীয় স্থান থেকে পয়েন্ট টেবিলে ঠাঁই এখন চতুর্থ স্থানে। আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার মঙ্গলবার রাতে ঘুমাতে পেরেছেন কি না কে জানে! আট নম্বর থেকে সাতে উঠে আসা সাউথাম্পটনের বিপক্ষেও ড্র করতে হয়েছে তার দলকে। এমন রাতে কি ঘুমানো যায়? ওয়েঙ্গারের ঘুম হারাম হওয়ার আরো কারণ আছে। চারদিক থেকে সমালোচনার ঝড় ধেয়ে আসছে তার দিকে। প্রতিপক্ষ কোচরাও টুইটে টিটকারি মারছেন। চাকরি বাঁচানো দায়! গতকাল বেশ কয়েকবার গোলের কাছে যেয়েও প্রতিপক্ষ গোলরক্ষক ফ্রস্টারের অতিমানবীয় দৃঢ়তায় হতাশ হতে হয়েছে গার্নাসদের। জার্মানির বিশ্বকাপ জয়ী ফুটবলার মেসুত ওজিলকে দুইবার গোল পাওয়া থেকে বঞ্চিত করেছেন তিনি। গতকালকের পর ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিসিয়েস্টার সিটি। দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির সংগ্রহ ৪৭। চার থেকে তিনে আসা টটেনহ্যামের পয়েন্ট ৪৫। আর্সেনালের সংগ্রহও ৪৫। তবে গোল ব্যবধানে তারা পিছিয়ে। অনেক দিন পর ম্যান ইউ দাপট দেখিয়ে জয় পেলেও থাকতে হচ্ছে পঞ্চম স্থানে।
×