ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে বিক্রেতাশূন্য ৫ কোম্পানি

প্রকাশিত: ০৭:০৮, ৩ ফেব্রুয়ারি ২০১৬

পুঁজিবাজারে বিক্রেতাশূন্য ৫ কোম্পানি

পুুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর দরবৃদ্ধির দিনে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ কোম্পানির শেয়ার বিক্রেতাশূন্য হয়ে যায়। দরবৃদ্ধির সর্বোচ্চ সীমায় কোম্পানিগুলোর লেনদেন চলে শেষ পর্যন্ত। এই কোম্পানিগুলো হল : শাহজিবাজার পাওয়ার, জেমিনি সী ফুড, লিবরা ইনফিউশন, এমবি ফার্মা এবং এ্যাপেক্স ফুডস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। স্ত্রূ মতে, সকালে লেনদেন শুরুর পরেই কোম্পানি পাঁচটির ক্রেতার সংখ্যা বাড়তে থাকে। এক পর্যায়ে কোম্পানির বিক্রেতা উধাও হয়ে যায়। আগামীতেও ওই সব কোম্পানির দর আরও বাড়তে পারে এমন আশাবাদ বিনিয়োগকারীদের মাঝে বেড়ে যাওয়ায় অনেকেই তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করতে চাচ্ছেন না। -অর্থনৈতিক রিপোর্টার ঢাকা ফিশারিজের প্রত্যেক পরিচালককে জরিমানা ঢাকা ফিশারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) প্রত্যেক পরিচালককে ২ লাখ টাকা করে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার কমিশনের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থতা সিকিউরিটিজ এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭-এর রুল ১২-এর লঙ্ঘন। অনুরূপভাবে ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সময়ে সমাপ্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের সময়ে সমাপ্ত অর্ধবার্ষিক প্রতিবেদন এবং ২০১৫ সালের ৩১ মার্চ সময়ে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়। উল্লিখিত সিকিউরিটি আইনসমূহ ভঙ্গের জন্য কমিশন ঢাকা ফিশারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ২ লাখ টাকা করে জরিমানা ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×