ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় দফা অভিযান

শেরপুর সীমান্তে আরও ৫ হাজার ২৫৭ গুলি উদ্ধার

প্রকাশিত: ০৫:৩৮, ৩ ফেব্রুয়ারি ২০১৬

শেরপুর সীমান্তে আরও ৫ হাজার ২৫৭ গুলি উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২ ফেব্রুয়ারি ॥ শেরপুর সীমান্তে র‌্যাবের দ্বিতীয় দফা অভিযানে আরও ৫ হাজার ২শ’ ৫৭টি গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কালাপানি এলাকার চেংবেড় পাহাড়ের গহিন অরণ্য থেকে এসব গুলি উদ্ধার করা হয়। এ নিয়ে পাহাড়ী টিলার মাটি খুঁড়ে ৪৮ হাজার ২শ’ ৫৭টি গুলি উদ্ধার করা হয়। প্রথম দফায় গুলি উদ্ধার হয়েছিল ৪৩ হাজার। আর উদ্ধারকৃত অস্ত্রের সংখ্যা ৬০টি। এদিকে বিপুল পরিমাণ গোলাবারুদসহ অস্ত্র উদ্ধারের ঘটনায় সোমবার রাতেই নালিতাবাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে র‌্যাব। র‌্যাব-৫ এর ডিএডি মামুনুর রশিদ বাদী হয়ে অজ্ঞাতব্যক্তিদের নামে মামলা দায়ের করেন। মঙ্গলবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আরিফ মামলায় জব্দকৃত আলামতের সংখ্যা বেশি এবং তা রক্ষণাবেক্ষণ ঝুঁকিপূর্ণ হওয়ায় কিছু আলামত তদন্ত কার্যক্রমের জন্য রেখে বাকি সব সশস্ত্রবাহিনীর অস্ত্রাগারে প্রেরণের আবেদন জানালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিনিয়া জাহান তা বিবেচনাক্রমে প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্রবাহিনী বিভাগ, ঢাকা বরাবরে প্রেরণের আদেশ দেন। দ্বিতীয় দফায় ৫ হাজার ২শ’ গুলি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে অভিযানে নেতৃত্বদানকারী র‌্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম মঙ্গলবার দুপুরে শেরপুর আদালত অঙ্গনে জানান, বুরুঙ্গা সীমান্তে দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে।
×