ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শত কোটি টাকার মালামাল পুড়েছে, কয়েকজন আহত

গাজীপুরে গার্মেন্টসে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ০৫:২৭, ৩ ফেব্রুয়ারি ২০১৬

গাজীপুরে গার্মেন্টসে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২ ফেব্রুয়ারি ॥ গাজীপুরে রফতানিমুখী এক পোশাক কারখানায় মঙ্গলবার ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ওই কারখানা ভবনের ৮ম তলার অগ্নিকা-ে গুদাম ও রফতানির জন্য রাখা তৈরি পোশাক ও কাঁচামালসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর দুপুরে আগুন নিয়ন্ত্রণে আনলেও সম্পূর্ণ নেভাতে বিকেল পর্যন্ত কাজ করেছে। আগুন নেভাতে গিয়ে ধোয়ার কারণে কারখানার ৪ শ্রমিক এবং ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী আহত হয়েছে। ভয়াবহ অগ্নিকা-ের কারণে কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। তাৎক্ষণিক অগ্নিকা-ের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যায়নি। তবে অগ্নিকা-ের এ ঘটনায় একশ’ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছেন। এদিকে, অগ্নিকা-ের ঘটনায় নিরাপত্তা ও ঝুঁকির কারণে আশপাশের কয়েকটি পোশাক কারখানায় এদিন ছুটি ঘোষণা করা হয়। ফায়ার সার্ভিস, এলাকাবাসী ও কারখানা সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের ছয়দানা মালেকের বাড়ি এলাকাস্থিত লাবিব গ্রুপের ম্যাট্রিক্স সোয়েটার কারখানার সকালের শিফটের শ্রমিকরা কাজে যোগ দেয়ার জন্য মঙ্গলবার সকালে কারখানা এলাকায় জড়ো হচ্ছিল। এ কারখানায় প্রায় ৬ হাজার শ্রমিক কাজ করে। শ্রমিকরা কারখানায় প্রবেশের আগে সকাল সাড়ে ৭টার দিকে ৮ তলাবিশিষ্ট ওই কারখানা ভবনের উপরের (৮ম তলা) তলার একটি গুদামে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ওই গুদামে বিদেশে রফতানি করতে শিপমেন্টের জন্য বিপুল পরিমাণ তৈরি পোশাক (ফিনিশড্ প্রোডাক্ট) ও কাঁচামালসহ বিভিন্ন মালামাল রাখা ছিল। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করলেও এক পর্যায়ে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং কালো ধোঁয়ার কু-লী পাকিয়ে আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। অগ্নিকা-ের খবর পেয়ে প্রথমে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে টঙ্গী, কালিগঞ্জ, সাভার, ঢাকা ইপিজেড, ভালুকা ও ঢাকা ফায়ার সার্ভিসেরসহ মোট ২৪টি ইউনিট আগুন নেভানোর জন্য একযোগে কাজ শুরু করে। দীর্ঘ প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা ড্যাম্পিংয়ের কাজ করছিল। তখনও কারখানার ধ্বংস স্তূপ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বহুতল ওই কারখানা ভবনে আগুন নেভানোর জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের। ঘটনার সময় আগুন নেভাতে গিয়ে ধোঁয়ার কারণে কারখানার ৪ শ্রমিকসহ ফায়ার সার্ভিসের কয়েক কর্মী আহত হয়েছে। তাদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে, ভয়াবহ অগ্নিকা-ের কারণে কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস মোড় থেকে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে ওই মহাসড়কের যানবাহন বিকল্প পথে মীরের বাজার ও টঙ্গী হয়ে চলাচল করেছে। এদিকে, অগ্নিকা-ের ঘটনায় নিরাপত্তা ও ঝুঁকির কারণে আশপাশের কয়েকটি পোশাক কারখানায় এদিন ছুটি ঘোষণা করা হয়। কারখানায় অগ্নিকা-ের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর এ কে এম শাকিল নেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। কারখানার উপমহাব্যবস্থাপক আনোয়ার সাদাত জানান, প্রায় ৭০ হাজার বর্গফুটের গোডাউনে রক্ষিত রফতানির জন্য তৈরি সোয়েটার এবং সোয়েটার তৈরির বিপুল পরিমাণ সুতা, মেশিনারিজ ও আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে গেছে। রফতানি আদেশের এসব মালামাল শিপম্যান্টের জন্য গোডাউনে রাখা হয়েছিল। এতে কারখনার ১০০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে অগ্নিকা-ের সঠিক কারণ জানা যায়নি, তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) মোঃ আক্তারুজ্জামান লিটন জানান, অগ্নিকা-ের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি। তবে তদন্তের পর তা জানা যাবে। এদিকে, অগ্নিকা-ের এ ঘটনা তদন্তের জন্য গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার কথা বলা হয়েছে। আশুলিয়ায় কারখানায় অগ্নিকান্ড ॥ নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, আশুলিয়া থানার চারিগ্রামে উহান উডিহু ট্রেডিং কোং লিমিটেড নামের একটি সুতা তৈরির কারখানায় মঙ্গলবার দুপুরে বয়লার বিস্ফোরণে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। জানা গেছে, কারখানাটিতে সুতা শুকানোর কক্ষে হঠাৎ বয়লার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে কারখানার তৈরিকৃত সূতাসহ ভৌত অবকাঠামোর অধিকাংশ পুড়ে যায়। ডিইপিজেডের দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, আগুনের সূত্রপাত কিভাবে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ত্রুটিপূর্ণ গ্যাস সংযোগের কারণে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতরি পরিমাণ জানা যাবে। না’গঞ্জে ঝুটের গুদামে আগুন ॥ নিজস্ব সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় মঙ্গলবার রাত আটটায় একটি বহুতল ভবনঘেঁষা টিনের তৈরি ঝুটের গুদামে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে গুদামের বিপুল পরিমাণ ঝুট পুড়ে গেছে। এ ঘটনায় গুদামঘেঁষা বহুতল ভবন ‘হৃদম প্লাজা’র বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ম-লপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানা যায়নি।
×