ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জেনারেল কৃষ্ণা রাওয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত: ০৮:১৫, ১ ফেব্রুয়ারি ২০১৬

জেনারেল কৃষ্ণা রাওয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর  শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাত্তরের বন্ধু, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডের অন্যতম শীর্ষ সেনা কর্মকর্তা জেনারেল কেভি কৃষ্ণা রাওয়ের মৃত্যুত গভীর শোক প্রকাশ করেছেন। বাসস জানায়, রবিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সময় জেনারেল রাওয়ের গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’ তিনি প্রয়াত জেনারেলের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল কৃষ্ণা রাও হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার দিল্লীর একটি সামরিক হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৯২ বছর। প্রধানমন্ত্রীর সঙ্গে সুমিত্রা মহাজনের সাক্ষাত ॥ প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে কোন দেশের বিরুদ্ধে জঙ্গী কর্মকা-ে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেয়া হবে না বলে তাঁর সরকারের দৃঢ় অঙ্গিকারের কথা পুনর্ব্যক্ত করেছেন। ভারতের লোকসভায় স্পীকার সুমিত্রা মহাজন রাজধানীর একটি হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন।
×