ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্যান্সার চিকিৎসায় নতুন মাত্রা

প্রকাশিত: ০৫:৪৭, ১ ফেব্রুয়ারি ২০১৬

ক্যান্সার চিকিৎসায় নতুন মাত্রা

সম্প্রতি নতুন ধরনের একটি মাইক্রোস্কোপ বানিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটন। এই মিনিয়েচার মাইক্রোস্কোপটি ক্যান্সারের কোষ চিহ্নিত করতে সক্ষম। কাটার সময় কোথায় থামতে হবে, এটি সেটাও বলে দেবে চিকিৎসকদের। এটি আকারে একটা কলমের সমান। এ কারণেই নতুন মাইক্রোস্কোপটিকে ‘পেন মাইক্রোস্কোপ’ বলা হচ্ছে। মস্তিষ্ক থেকে সঠিক মাপ ঠিক রেখে ক্যান্সারের কোষ অপসারণের ক্ষেত্রে চিকিৎসকদের সহযোগিতা করবে মাইক্রোস্কোপটি। অপারেশন চলাকালে কোনটি ক্যান্সার কোষ আর কোনটি নয়, সেটা তাৎক্ষণিক চিহ্নিত করার আর কোন প্রযুক্তি এতদিন চিকিৎসকদের হাতে ছিল না। এ প্রসঙ্গে মাইক্রোস্কোপটির সিনিয়র গবেষক জোনাথান লিউ বলেন, ‘একটা টিউমার কাটার সময় টিউমারটি শেষ হয়েছে কী না, সেটা তাৎক্ষণিক জানার কোন উপায় এখন চিকিৎসকদের হাতে নেই। অপারেশনের আগে দেখা ছবির ওপর নির্ভর করে অপারেশন করেন তারা। অপারেশনের সময়ই জুম করে কোষগুলো দেখতে পারলে ক্যান্সার কোষ আর সুস্থ কোষ আলাদা করে চিহ্নিত করা সহজ হবে তাদের জন্য।’ বিভিন্ন পরিস্থিতিতে মাইক্রোস্কোপটি ব্যবহার করা যাবে বলেও মন্তব্য করেছেন গবেষকরা। বিভিন্ন ধরনের ক্যান্সার কোষ অপসারণে ব্যবহার করা যাবে এটি। সূত্র : ইউডব্লিউ টুডে/ দ্য ইকোমিক টাইমস
×