ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকাবাসীর এই প্রাণের মেলায় এবার ২৩৫ কোটিরও বেশি টাকার রেকর্ড রফতানি আদেশ লাভ

শেষ দিনে উপচেপড়া ভিড়ের মধ্যেই পর্দা নামল বাণিজ্যমেলার

প্রকাশিত: ০৫:৪৫, ১ ফেব্রুয়ারি ২০১৬

শেষ দিনে উপচেপড়া ভিড়ের মধ্যেই পর্দা নামল বাণিজ্যমেলার

অর্থনৈতিক রিপোর্টার ॥ পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার। শেষদিন রবিবার সকাল থেকেই শেরেবাংলানগরের মেলা প্রাঙ্গণে ছিল ক্রেতা-দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। দর্শকদের মাতামাতি, হৈ-হুল্লোড়, কেনাকাটা ও ঘোরাঘুরির দৃশ্য যেন বলে দিচ্ছিল এটিই ঢাকাবাসীর প্রাণের মেলা। শুধু তাই নয়, এই মেলা নিয়ে বিদেশীদের আগ্রহের কোন কমতি নেই। শেষদিন পর্যন্ত ২শ’ ৩৫ কোটি ১৭ লাখ টাকার রফতানি আদেশ পাওয়া গেছে, যা গতবারের তুলনায় ৭১ কোটি টাকা বেশি। অঙ্কের দিক দিয়ে এটিও একটি রেকর্ড অর্জন। গত বছর বিএনপি-জামায়াতের সহিংসতার মুখে বাণিজ্যমেলার আকর্ষণ কমে গিয়েছিল। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন ব্যবসায়ীরা। এবার সেই ক্ষতি পুষিয়ে লাভবান হয়েছেন তাঁরা। তাই মেলার সময় বৃদ্ধির আবেদন করেছিল কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। রবিবার মেলার সমাপনী দিন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২১তম আসরে এবার ২৩৫ কোটি ১৭ লাখ টাকার রফতানি আদেশ এসেছে। এই অর্ডার গতবারের চেয়ে অনেক বেশি। উদ্বোধনের পর থেকে এবার ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি ছিল ব্যাপক। এবারের বাণিজ্যমেলায় ব্যবসায়ীরা সবচেয়ে বেশি লাভবান হয়েছেন। মেলাটি এখন জাতীয় ব্যবসা-বাণিজ্যের চালিকাশক্তিতে পরিণত হয়েছে। দেশ-বিদেশে সমাদৃত হয়েছে আমাদের বাণিজ্যমেলা। এদিকে বিশেষ অতিথির বক্তব্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ বাণিজ্যমন্ত্রীর কাছে দুটি দাবি তুলে ধরেন। তিনি বলেন, আগামীতে ঢাকার পাশাপাশি একই সঙ্গে বিভাগীয় শহরেও আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্যোগ নিতে হবে। এর পাশাপাশি আগামীতে বাণিজ্যমেলা আয়োজনের ক্ষেত্রে রফতানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত হতে চায় এফবিসিসিআইও। বাণিজ্যমন্ত্রীকে দাবি দুটি বিবেচনার অনুরোধ করেন তিনি। জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, এফবিসিসিআই প্রেসিডেন্ট যে দাবি দুটি তুলেছেন তা সক্রিয়ভাবে বিবেচনা করা হবে। এবারের মেলায় ইলেক্ট্রনিক্স এ্যান্ড হোম এ্যাপ্লায়েন্সস, বহুমুখী পাট পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, বাসন-কোসন, হ্যান্ডলুম ও হস্তশিল্পজাত পণ্য, হোম টেক্সটাইলসহ বিভিন্ন ধরনের পণ্যের রফতানির আদেশ রয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, কোন বাধাই বাংলাদেশের অর্থনীতিকে দাবিয়ে রাখতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নত দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মাফরূহা সুলতানা। এ সময় আরও উপস্থিত ছিলেনÑ বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন প্রমুখ। অন্যদিকে সর্বোচ্চ করদাতার (সবচেয়ে বেশি মূসক বা ভ্যাট প্রদানের জন্য) পুরস্কারও পেয়েছে ওয়ালটন। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় ওয়ালটন এবার ৩০ দিনে সর্বোচ্চ ১৭ লাখ ৫৭ হাজার ৭৮৪ টাকা কর প্রদান করে শীর্ষ করদাতার স্বীকৃতি পেয়েছে। অন্যবারের মতো এ বছরও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছে ইপিবি।
×