ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিমসটেক ফাউন্ডেশন বক্তৃতা

বাংলাদেশকে সিঙ্গাপুর মডেল গ্রহণের পরামর্শ কেনেথের

প্রকাশিত: ০৫:৪৪, ১ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশকে সিঙ্গাপুর মডেল গ্রহণের পরামর্শ কেনেথের

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের উন্নয়নে সিঙ্গাপুর মডেল অনুসরণের পরামর্শ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বল স্টেট ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক ড. ক্যানেথ আর হল। এছাড়াও তিনি বলেছেন, বঙ্গোপসাগরীয় সহযোগিতা জোরদারের জন্যে বিশেষ পরিকল্পনা ও সমঝোতা প্রয়োজন। এমন সহযোগিতার লক্ষ্যে সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। এই অঞ্চলের বৈচিত্র্যময় সাংস্কৃতিক দিক বিবেচনায় নিয়ে সমস্যার সমাধানে সমঝোতা প্রতিষ্ঠা করা প্রয়োজন। রবিবার রাজধানীর গুলশানে বঙ্গোপসাগরীয় আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেক সচিবালয়ে আয়োজিত প্রথম বিমসটেক ফাউন্ডেশন বক্তৃতা করছিলেন ক্যানেথ হল। এই বক্তৃতার বিষয়বস্তু ছিল- ‘পঞ্চদশ শতাব্দীর পূর্বের বঙ্গোপসাগরীয় সংযোগ স্থাপন’। বিমসটেক মহাসচিব সুমিত নাকানডালা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিমসটেক সচিবালয়ের পরিচালক নাজমুল হাসান। অধ্যাপক ক্যানেথ হল বক্তৃতায় পঞ্চদশ শতকের পূর্বে এ অঞ্চলের বাণিজ্য, সাংস্কৃতিক ও বিভিন্ন ডায়াসপোরার উল্লেখ করেন। তিনি বলেন, এই অঞ্চলে বস্ত্র, সিরামিক, ধাতক, চালসহ বিভিন্ন পণ্যের বাণিজ্য হয়েছে। সমুদ্র ও স্থল উভয়পথেই এসব বাণিজ্য হয়েছে। সীমান্ত বাধাহীন বাণিজ্যে অংশ নিয়েছে দক্ষিণ এশীয় এবং চীনের ডায়াসপোরা। ভারত মহাসাগরে মেরিটাইম সিল্ক রোডে গ্রাম ও নগরের মধ্যে বাণিজ্য হয়েছে। অধ্যাপক ক্যানেথ হল বর্তমান সময়ে বঙ্গোপসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা ও বিরোধের আশঙ্কা উভয়ই দেখছেন। তিনি বলেছেন, বর্তমানে দক্ষিণ চীন সাগরে বিরোধ দেখা যাচ্ছে। চীনের সম্প্রসারণবাদও লক্ষ্যণীয়। তারপরও এ অঞ্চলের সম্পদের প্রতি আন্তর্জাতিক দৃষ্টি রয়েছে। এ কারণে সম্ভাবনার দিকটিকেও খাটো করে দেখা যায় না। তিনি আসিয়ানের সহযোগিতায় বিরোধ মোকাবেলায় সিঙ্গাপুর সহায়ক ভূমিকা পালন করেছিল বলে উল্লেখ করে বলেন, বঙ্গোপসাগরীয় অঞ্চলেও একই ধরনের ভূমিকা পালন করতে পারে কোন দেশ। অধ্যাপক ক্যানেথ হল বাংলাদেশের উন্নয়নে সিঙ্গাপুর মডেল অনুসরণের পরামর্শ দেন। তিনি বলেন, লি কুয়ান খুবই শক্তিশালী সরকার গঠন করে এই উন্নতি করেছেন। বাংলাদেশেরও এটি অনুসরণ করে অবকাঠামো উন্নয়ন এবং প্রতিষ্ঠাগুলো গড়ে তোলা প্রয়োজন। সবার আগে প্রয়োজন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। এ জন্যে দৃঢ় অঙ্গীকার থাকতে হবে।
×