ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিভক্তির রাজনীতি করছেন খালেদা ॥ হানিফ

প্রকাশিত: ০৮:২৭, ৩০ জানুয়ারি ২০১৬

বিভক্তির রাজনীতি করছেন খালেদা ॥ হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে বিভক্তির রাজনীতি করছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে কথা বলে উনি পাকিস্তানের বক্তব্যকেই সমর্থন করছেন। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক সৃষ্টি করে বক্তব্য দেয়ার ধৃষ্টতা দ্বিতীয়বার আর না দেখানোর জন্য তিনি বিএনপির প্রতি আহ্বান জানান। শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষই শহীদ হয়েছিলেন। এই বিশাল সংখ্যা একজন-দু’জনের নাম ধরে কখনও হিসাব করা যায় না। হত্যার ধরন ও ব্যাপক হত্যাযজ্ঞ দেখে এ হিসাব করা হয়ে থাকে।’ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, সরকার খালেদা জিয়াকে নয়, বরং তিনিই দেশের আইন-আদালতকে হয়রানি করছেন। বার বার হাজিরার নির্দেশ দিলেও তিনি (খালেদা) আদালতের আদেশ উপেক্ষা করে হাজিরা দেন না। এভাবে অনুপস্থিত থেকে বিএনপি নেত্রী দেশের আইন ও আদালতকে হয়রানি করছেন। ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম আমিন ও পার্টির মহাসচিব মুফতি তাজুল ইসলাম ফারুকী।
×