ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যশোরে প্রবাসীর ডলার ছিনতাই, দারোগাসহ ৫ পুলিশ ক্লোজড

প্রকাশিত: ০৮:২৭, ৩০ জানুয়ারি ২০১৬

যশোরে প্রবাসীর ডলার ছিনতাই, দারোগাসহ ৫ পুলিশ ক্লোজড

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে প্রবাসীর কাছ থেকে তিন হাজার ইউএস ডলার হাতিয়ে নেয়ার ঘটনায় অভিযুক্ত এসআই এজাজ আহম্মেদসহ পাঁচ পুলিশ সদস্যকে পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ। দায়ের হচ্ছে বিভাগীয় মামলা। তদন্তে দোষী প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে- এমন তথ্য জানালেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক। পুলিশ লাইনসে ক্লোজড কনস্টেবলরা হলেন আজিজুর রহমান, মামুন হোসেন, বাবর আলী ও জিয়াউল হাসান। এদিকে অভিযোগ থেকে মুক্তি পেতে ভোরেই লোক মারফত দারোগা এজাজ ও তার সঙ্গীয় ফোর্স সুইডিশ নাগরিক খুকুমনি পারভীনের কাছে হাতিয়ে নেয়া তিন হাজার ডলার ফেরত দিয়েছে বলে জানান তার স্বামী মিজানুর রহমান। তিনি ফোনে স্থানীয় সাংবাদিকদের জানান, ভোরে এক পুলিশ তাকে ফোন করে বাড়িতে আসার কথা জানান। তিনি অসম্মতি জানালে কিছুক্ষণের মধ্যে এক যুবক মোটরসাইকেলে তার বাড়িতে পৌঁছে একটি খামে করে তিন হাজার ডলার ফেরত দেন। যুবকটি জানান, দারোগা স্যার এই ডলার আপনার কাছে দিতে বলেছে। এর পর পরই যুবকটি একটি সাদা কাগজ বের করেন বলেন, এখানে একটু লিখে দেন যে, ‘আপনাদের ডলার পুলিশ নেয়নি। ব্যাগের ভেতরেই ছিল। খোঁজাখুঁজির পর আপনারা ব্যাগের ভেতরেই ডলার পেয়েছেন। পুলিশের বিরুদ্ধে আপনাদের কোন অভিযোগ নেই।’ কিন্তু মিজানুর রহমান এসব কথা লিখতে অস্বীকার করে যুবকটিকে বাড়ি থেকে বের করে দেন। কিছুক্ষণ পর কনস্টেবল আজিজুর রহমানের গ্রামের বাড়ি লোহাগড়া থেকে দু’জন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মিজানুরের বাড়ি কালিয়া শহরে যান এবং একই রকমের আবদার করেন। তারা জানান, আপনারা এই লিখিত না দিলে দারোগা এজাজসহ তার সঙ্গীয় ফোর্সের চাকরি থাকবে না। তারা লিখিত দেয়ার জন্য অনুনয়-বিনয় করেন। কিন্তু মিজানুর বা তার স্ত্রী খুকুমনি পারভীন লিখিত দিতে অস্বীকার করেন। এই প্রতিবেদক বিকেল ৩টার দিকে যখন ফোনে কালিয়ায় সুইডিশ নাগরিক মিজানুর রহমানের সঙ্গে কথা বলেন, তখন তিনি এসব ঘটনা খুলে বলেন। একই সঙ্গে তিনি জানান, এই মুহূর্তে তার বাড়িতে আরও দু’জন লোক লোহাগড়া থেকে এসে বসে আছে। তাদেরও দাবি ডলার খুঁজে পাওয়া নিয়ে একটি লিখিত দেয়ার। কিন্তু আমি তাদের সাফ জানিয়ে দিয়েছি, পুলিশ ডলার ছিনিয়ে নিয়েছে। সকালে তারা লোক মারফত তা ফেরত দিয়েছে। এ বিষয়ে আমি কোন মিথ্যা লিখিত দিতে পারব না।
×