ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিঙ্গাপুরের স্কুলে এয়ার পিউরিফায়ার

প্রকাশিত: ০৫:২৪, ৩০ জানুয়ারি ২০১৬

সিঙ্গাপুরের স্কুলে এয়ার পিউরিফায়ার

সিঙ্গাপুরে এ বছর বায়ু দূষণ ও ধোঁয়াশার মাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস করা হয়েছে। এর প্রেক্ষাপটে দেশটির শিক্ষা মন্ত্রণালয় স্কুলগুলোতে এয়ার পিউরিফায়ার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারীভাবে পরিচালিত স্কুলগুলোতে ইতোমধ্যে প্রায় ২৫ হাজার এয়ার পিউরিফায়ার বসানো হয়েছে। গত বছর সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুুরে ধোঁয়াশার সমস্যাটি প্রকট হয়ে উঠেছে। চলতি বছরও অবস্থার উন্নতি ঘটবে এমন কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। কুয়াশার সঙ্গে বাতাসের দূষিত উপাদানগুলো মিলে তৈরি করে ধোঁয়াশা। জাতীয় পরিবেশ এজেন্সি জানিয়েছে, বাতাসের পলিউট্যান্ট স্ট্যান্ডার্ড ইনডেস্ক (পিএসআই) এখনও অনেক বিপদসীমার কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় এটি ২১৯ থেকে ২৭০ এর মধ্যে ছিল। ৩০০ ছাড়িয়ে গেলে অবস্থা বিপর্যয়কর বলে বিবেচনা করা হয়। সাধারণ এ মাত্রা ১০০ এর মধ্যে থাকলে তাকে স্বাস্থ্যের জন্য সহনীয় বলে ধরা হয়। -অনলাইন
×