ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শ্রিংলার সঙ্গে বৈঠক

মার্চ থেকে রোহিঙ্গা শুমারি হচ্ছে ॥ কূটনীতিকদের পররাষ্ট্র সচিবের ব্রিফিং

প্রকাশিত: ০৮:১৬, ২৬ জানুয়ারি ২০১৬

মার্চ থেকে রোহিঙ্গা শুমারি হচ্ছে ॥ কূটনীতিকদের পররাষ্ট্র সচিবের ব্রিফিং

কূটনৈতিক রিপোর্টার ॥ আগামী মার্চ থেকে রোহিঙ্গা শুমারি শুরু হচ্ছে। এ ছাড়া রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনের লক্ষ্যে নেয়া বিভিন্ন পদক্ষেপ বিদেশী কূটনীতিকদের সামনে তুলে ধরেছে সরকার। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে বিদেশী কূটনীতিকদের সহযোগিতাও প্রত্যাশা করা হয়েছে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশী কূটনীতিকদের এ বিষয়ে এক ব্রিফিংয়ে এই সহযোগিতা প্রত্যাশা করা হয়। এছাড়া চলতি বছর ঢাকায় বৈশ্বিক অভিবাসন সম্মেলনের বিষয়ে বিদেশীদের অবহিত করা হয়েছে। এদিকে পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন ও বিশ্ব অভিবাসন সম্মেলনের বিষয়ে সোমবার সন্ধ্যায় পদ্মায় ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সরকারের পক্ষ থেকে এই ব্রিফ করেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। এতে ঢাকার বিভিন্ন দূতাবাস, হাইকমিশন ও মিশনের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও মিশন প্রধানরা অংশ নেন। প্রায় ৪০ মিশনের কূটনীতিকরা এ সময় উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পররাষ্ট্র সচিব শহীদুল হক কূটনীতিকদের জানান, বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সমস্যার সমাধান প্রত্যাশা করছে। বিষয়টি আন্তর্জাতিক বিভিন্ন ফোরামেও তুলে ধরা হয়েছে। তবে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ধীরগতিতে চলছে। সমস্যা সমাধানে সরকার থেকে রোহিঙ্গা শুমারির আয়োজন করেছে। আগামী মার্চ থেকে রোহিঙ্গা শুমারি শুরু হচ্ছে। শুমারির পরে রোহিঙ্গাদের প্রকৃত সংখ্যা ও অবস্থান জানতে পারলে, প্রত্যাবাসন প্রক্রিয়া আরও সহজ হবে। সমস্যা সমাধানে তিনি কূটনীতিকদের সহযোগিতা প্রত্যাশা করেন। পররাষ্ট্র বছর ঢাকায় বৈশ্বিক অভিবাসন সম্মেলনের বিষয়টিও কূটনীতিকদের অবহিত করেন। তিনি জানান, বৈশ্বিক অভিবাসন ফোরাম আয়োজিত এই সম্মেলনে প্রায় ১৫০ দেশের প্রতিনিধি অংশ নেবেন। প্রায় ৫০ দেশের মন্ত্রী থাকবেন। সম্মেলনে অভিবাসনের সঙ্গে উন্নয়নের সম্পর্ক ও অভিবাসন সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে। এ সময় সম্মেলন সফল করার বিদেশী কূটনীতিকদের সহযোগিতা প্রত্যাশা করেন পররাষ্ট্র সচিব। এদিকে পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে ঢাকায় নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বৈঠক করেছেন। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক হয়। বৈঠকে পররাষ্ট্র সচিব ও ভারতীয় হাইকমিশনার দুই দেশের সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। ভারতীয় হাইকমিশনারকে সব ধরনের সহযোগিতার বিষয়ে আশ্বাস দেন পররাষ্ট্র সচিব। উল্লেখ্য, ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা ঢাকা আসার পরে পররাষ্ট্র সচিব শহীদুলের সঙ্গে এটাই ছিল প্রথম বৈঠক। সম্প্রতি ভারতীয় হাইকমিশনার হিসেবে ঢাকায় এসেছেন হর্ষবর্ধন শ্রিংলা।
×