ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিগ বয় মাকড়সা

প্রকাশিত: ০৬:৪১, ২৬ জানুয়ারি ২০১৬

বিগ বয় মাকড়সা

অস্ট্রেলিয়ান রেপ্টাইল পার্কে বিষ সংগ্রহের জন্য প্রতিবছর দুই শ’ থেকে তিন শ’ মাকড়সা প্রয়োজন হয়। বিষনাশক ওষুধ তৈরিতে মাকড়সা থেকে সংগৃহীত বিষ প্রয়োজন হয় গবেষণাগারে। গত সপ্তাহে ব্রিটেনের নিউক্যাসলের ঝোপঝাড় থেকে ধরা একটি বিশাল আকৃতির মাকড়সা পাঠান হয়েছে অস্ট্রেলিয়ায়। মাকড়সাটির নাম দেয়া হয়েছে বিগ বয়। অস্ট্রেলিয়ার বিষ সংগ্রহ কর্মসূচীতে এবার যত মাকড়সা সংগ্রহ করা হয়েছে তার মধ্যে এটিই সবচেয়ে বড়। এর একটি পায়ের দৈর্ঘ ১০ সেমি ( ৪ ইঞ্চি)। এ ধরনের মাকড়সার সাধারণ নাম ফানেল ওয়েব। বিশ্বে বিষাক্ত যত মাকড়সা আছে তার মধ্যে এটি অন্যতম। পার্কটির বিষ সংগ্রহ কর্মসূচীর পরিচালক বিলি কোলেট বলেছেন, তাদের কাছে সংগৃহীত মাকড়সাগুলো দিয়ে একটি জাদুঘর তৈরি করা সম্ভব। বর্তমানে তাদের সংগ্রহে প্রায় পাঁচ শ’ মাকড়সা রয়েছে। -বিবিসি
×