ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

থ্রি ডি হেডফোন এ বছরই

প্রকাশিত: ০৬:৪১, ২৬ জানুয়ারি ২০১৬

থ্রি ডি হেডফোন  এ বছরই

ত্রিমাত্রিক বা থ্রি ডি হেডফোন চলতি বছরের মধ্যে সাধারণ ব্যবহারকারীদের কাছে পৌঁছানো যাবে বলে গবেষকরা আশা প্রকাশ করেছেন। যারা গান শুনতে পছন্দ করে, মুভি দেখতে কিংবা গেম পছন্দ করে প্রত্যেকের জন্যই এটি এক বড় সুসংবাদ। থ্রি ডি ব্যবস্থায় একজন এমনভাবে গান শুনবে মনে হবে যেন ঘটনাস্থল থেকে শুনছে, পূর্ব রেকর্ডকৃত বলে মনে হবে না। এতে এমনভাবে আওয়াজ আসবে যা চারপাশের পরিবেশ পরিস্থিতির সঙ্গে পুরোপুরি খাপ খাবে। থ্রি ডি সাউন্ড ল্যাব নামে ফ্রান্সের একটি প্রতিষ্ঠান গত বছর প্রথম থ্রি ডি হেডফোনের নমুনাটি চলতি মাসের আরও আগের দিকে লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিক্স শোতে প্রদর্শন করেছিল। এ রকম একটি হেডফোনের দাম প্রায় তিন শ’ ইউরো। হেডফোনগুলো ব্লু ট্রুথ ব্যবস্থায় কম্পিউটার বা হোম থিয়েটারের সঙ্গে যুক্ত করা যাবে। তবে এর জন্য বিশেষ এ্যাপ দরকার হবে। -এএফপি।
×