ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় ব্যবসায়ীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৪৫ হাজার টাকা আদায়

প্রকাশিত: ০৫:১৬, ১৬ জানুয়ারি ২০১৬

কুষ্টিয়ায় ব্যবসায়ীকে  ক্রসফায়ারের  ভয় দেখিয়ে  ৪৫ হাজার টাকা  আদায়

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১৫ জানুয়ারি ॥ দৌলতপুরে বিনা অপরাধে এক ব্যবসায়ীকে আটকের পর ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৪৫ হাজার টাকা আদায় করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার হোসেনাবাদ বাজার থেকে নাহারুল ইসলাম নামে ওই গরু বেপারিকে আটক করা হয়। পরে তাকে বেধড়ক মারপিট করে ক্রসফায়ারের ভয় দেখিয়ে দু’দফায় বুধ ও বৃহস্পতিবার রাতে জোরপূর্বক ৪৫ হাজার টাকা আদায় করে নাহারুল ইসলামকে ছেড়ে দেয় দৌলতপুর থানার এসআই আসাদ। বিনা অপরাধে পুলিশের নির্যাতনের শিকার নাহারুল ইসলাম জানান, বুধবার রাতে হোসেনাবাদ বাজার থেকে স্থানীয় রাজু নামে পুলিশের এক দালালের মাধ্যমে তাকে আটক করে দৌলতপুর থানার এসআই আসাদ। পরে তাকে থানামোড়-দৌলতপুর সড়কের পাশে স্বরূপপুর মাঠের মধ্যে নিয়ে অমানসিক নির্যাতন শেষে এক লাখ টাকা দাবি করে। নিরীহ গরু বেপারি নাহারুল ইসলাম এসআই আসাদের দাবিকৃত এক লাখ টাকা দিতে অস্বীকৃতি জানালে তার মাথায় পিস্তল ঠেকিয়ে ক্রসফায়ারের ভয় দেখায়। প্রাণ ভয়ে নাহারুল ইসলাম ৪৫ হাজার দিতে রাজি হলে তাকে ছেড়ে দেয়া হয়। এসআই আসাদের দাবিকৃত টাকার মধ্যে ওই দিন রাতে হোসেনাবাদ এলাকার খালেকের মাধ্যমে ২৯ হাজার টাকা পরিশোধ করে। পরে বাকি ১৬ হাজার টাকা বৃহস্পতিবার রাতে পরিশোধ করা হয়। টাকা বুঝে পেয়ে এস আই নাহারুল ইসলামকে ছেড়ে দিয়ে এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দেয়। তবে এসআই টাকা নিয়ে নাহারুল ইসলামকে ছাড়ার কথা অস্বীকার করে বলেন, উর্ধতন কর্মকর্তার নির্দেশে নাহারুল ইসলামকে আটক করা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে। নাহারুল ইসলাম হোসেনবাদ এলাকার আমির বিশ্বাসের ছেলে।
×