ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পাক জাইশ নেতা মাসুদ আজহার গ্রেফতার

প্রকাশিত: ০৯:০২, ১৪ জানুয়ারি ২০১৬

পাক জাইশ নেতা মাসুদ আজহার গ্রেফতার

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোটের বিমানঘাঁটি হামলায় সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী জাইশ-ই মুহম্মদের প্রধান মওলানা মাসুদ আজহারকে বুধবার গ্রেফতার করেছে পাকিস্তান। আজহার ছাড়াও তার ভাই আবদুর রউফ এবং এক আত্মীয় আশফাক আহমেদকে জেরা করার জন্য আটক করা হয়েছে। নিয়ে যাওয়া হয়েছে গোপন জায়গায়। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ সাংবাদিকদের জানান, মাসুদ আজহারকে গ্রেফতারের খবরের কোন সরকারী নিশ্চয়তা আমরা পাকিস্তানের কাছ থেকে পাইনি। স্বরূপ বলেন, পররাষ্ট্র সচিব পর্যায়ের নির্ধারিত বৈঠক হবে কি না, তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। তবে দু’ঘণ্টার বৈঠকেও কোন সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত আগামীকাল পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে। এ খবর পাওয়ার পর দিল্লীতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বৈঠক করেন পররাষ্ট্র সচিব এস জয়শঙ্করের সঙ্গে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেন সুষমা ও অন্যরা। সূত্রের খবর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের প্যারিস থেকে দেশে ফেরা পর্যন্ত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত স্থগিত রইল। পাকিস্তান সরকারীভাবে মাসুদ আজহারের গ্রেফতারের খবর জানালে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারত। পাক সূত্রে বলা হয়েছে, ভারতের দেয়া সূত্র ধরেই বুধবার জাইশ-ই মুহম্মদের নেতাদের গ্রেফতার করেছে তারা। তবে পাক সরকার কোন নাম জানায়নি। জাইশের চারটি অফিস সিল করে দেয়া হয়েছে। পাশাপাশি পাঠানকোট হামলা নিয়ে আরও তথ্য সংগ্রহে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নওয়াজ প্রশাসন। ভারতের সঙ্গে আলোচনা করে এই তদন্তকারী দল পাঠানো হবে।
×