ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুক্তিযোদ্ধা হাবিবকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রকাশিত: ০৬:০১, ১৪ জানুয়ারি ২০১৬

মুক্তিযোদ্ধা হাবিবকে বাঁচাতে এগিয়ে আসুন

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযোদ্ধা চৌধুরী হাবিবুর রহমান (হাবিব)-এর জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তিনি দুরারোগ্য ব্যাধি ব্রেন ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দীর্ঘমেয়াদী উন্নত চিকিৎসা দেয়া হলে হাবিবুর রহমান সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু রোগীর পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। পরিবারটির আর্থিক অবস্থা খারাপ। চিকিৎসার পেছনে ইতোমধ্যে সহায় সম্বল ফুরিয়ে গেছে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। চিকিৎসার জন্য প্রতিদিন প্রায় দুই হাজার টাকা খরচ হচ্ছে। মুক্তিযোদ্ধা চৌধুরী হাবিবুর রহমান (হাবিব)-এর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সদস্য নং ম-১১২৬৫৪, মুক্তিবার্তা (লাল বই) ০৪০৩০৫২২৩, গেজেট নং ১৭৬৫। ১৯৭১ সালের এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে মুক্তিযোদ্ধা হাবিব ভারতের বিহারে ট্রেনিং নিয়ে নিজ এলাকা খুলনার বাগেরহাটের বিভিন্ন স্থানে যুদ্ধে অংশ নেন। তার কমান্ডার ছিলেন বীর মুক্তিযোদ্ধা দেলু হাজরা। হাবিবুর রহমান আজ মৃত্যুর পথযাত্রী। এমতাবস্থায়, হাবিবুর রহমানের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার অসহায় পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৭৩৫৪৫৫৯২১(বিকাশ)। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×